X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রতারণার অভিযোগে সহকারী জজের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি
৩০ মার্চ ২০১৭, ১৬:১৩আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৬:১৬

সংবাদ সম্মেলনে জবা খাতুন হারুন অর রশিদ নামে সাতক্ষীরার এক সহকারী জজের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন তার দ্বিতীয় স্ত্রী জবা খাতুন। বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সহকারী জজ হারুন অর রশিদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি।

সহকারী জজ হারুন অর রশিদ খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে।

লিখিত বক্তব্যে যশোরের কেশবপুর উপজেলার বুড়–লিয়া এলাকার মিজানুর রহমানের মেয়ে জবা খাতুন বলেন, ‘প্রায় দু’মাস আগে হারুন অর রশিদ ঘটক পাঠিয়ে আমাকে বিয়ের প্রস্তাব দেন। আমরা গরিব বিধায় সে প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়। পরে নানা অনুনয়-বিনয় করে আমাদের রাজি করান তারা। এরপর দুই পরিবারের সম্মতিতে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি খুলনার রয়েল হোটেলে এক লাখ টাকা দেনমোহরে আমাদের বিয়ে হয়।’

তিনি বলেন, ‘বিয়ের পর থেকে আমরা সাতক্ষীরার একটি ভাড়া বাসায় থাকতাম। কিন্তু তাকে প্রায়ই অস্থির দেখাতো। তিনি মোবাইলফোনে প্রায়ই কারও সঙ্গে ঝগড়া করতেন। এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলতেন- অফিসিয়াল বিষয়, বুঝবা না।’

জবা খাতুন দাবি করেন, ‘কিছুদিন পর আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন হারুন। এরপর মোবাইলফোনে বলেন- খুব সমস্যায় আছেন, তাকে পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে।’

জবা খাতুন ও সহকারী জজ হারুন অর রশিদের বিয়ের ছবি জবা খাতুন বলেন, ‘আমরা গরিব মানুষ এত টাকা কোথায় পাবো! সে কারণে বাবা-মা খুবই চিন্তায় পড়েন। ওই সময় হঠাৎ সাতক্ষীরার কলারোয়া এলাকার কামরুল হোসেন নামে এক ব্যক্তি আমাদের বাসায় আসেন। তিনি একটি কাবিননামার কপি দিয়ে জানান, তার মেয়ে শানজিদা আক্তার বিথীর সঙ্গে হারুনের ২০১৩ সালের ২৬ এপ্রিল বিয়ে হয়। তাদের দেড় বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে।’

এ ঘটনায় জবা তার স্বামী সহকারী জজ হারুন অর রশিদের শাস্তি দাবি করেন এবং ন্যায়বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে জবা খাতুন ছাড়াও তার মামা আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জবা সাতক্ষীরার কুমিরা মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলা (নম্বর: সিআর/৬৪/১৭ তারিখ- ১৯.০৩.১৭) এবং প্রতারণার একটি মামলা (নম্বর: সিআর/৭০/১৭ তারিখ: ২৩.০৩.১৭) দায়ের করেছেন।

এসব বিষয়ে জানতে হারুন অর রশিদের সেলফোনে কয়েক দফা কল দিলেও তিনি রিসিভ করেননি। এরপর তাকে একটি এসএমএস পাঠিয়ে এ বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তিনি সাড়া না দেওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা