X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নির্বাচনে জনগণের দেওয়া রায় আ.লীগ মেনে নেবে: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০১৭, ২০:১৪আপডেট : ৩০ মার্চ ২০১৭, ২০:১৯

নির্বাচনে জনগণের দেওয়া রায় আ.লীগ মেনে নেবে: স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন মন্তব্য করে সুনামগঞ্জ ও কুমিল্লা নির্বাচনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘এ নির্বাচনে জনগণের দেওয়া রায় আওয়ামী লীগ মেনে নেবে। এরই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যারা ট্রেন  মিস করবে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। রাজনৈতিকভাবে তাদের দল অস্তিত্ব সঙ্কটে পড়বে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে কাজীপুরে এক সমবায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে বিজয়ী হলে ভোট সুষ্ঠু হয়েছে, হারলে কারচুপি হয়েছে এমন মানসিকতা পরিহার করে বিএনপিকে নির্বাচনী মাঠে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচন মিস করেছেন, শেষ সুযোগ হিসেবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসুন, মাঠে লড়াই হবে। জনগণের রায় মেনে নেবো। জনগণ উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আবারও ভোট দেবে।

কাজীপুর বিআরডিবি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত এ সমবায়ী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নুর মো. শামসুজ্জামান। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পল্লী উন্নয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিপ্লব মাহমুদ উজ্জল, জেলা চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য প্রমুখ।

সমবায়ীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার দক্ষিণ এশিয়ার রোল মডেল। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে সময় দিতে হবে। তবেই দেশের আর্থ সামজিক ও বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

পরে তিনি কাজীপুরে জেলা শিল্পকলা আয়োজিত তিন দিনব্যাপী শহীদ এম মনসুর আলী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন।

সমাবেশে মৌলবাদ প্রতিহত করার আহ্বান জানিয়ে সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, ইসলামে মানুষ পুড়িয়ে হত্যার কোনও ক্ষমা নেই। অথচ ইসলামের নামে জামায়াত বিএনপি এ দেশে মানুষ পুড়িয়ে হত্যা করে দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চেয়েছিল।

/জেবি/

আরও পড়তে পারেন:   টাঙ্গাইলে সরকারের নতুন আইনের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ধর্মঘট

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
বিএনপির কারণে ভিন্ন কৌশল নেওয়ার কথা জানালো আ.লীগ
উপজেলা নির্বাচনবিএনপির কারণে ভিন্ন কৌশল নেওয়ার কথা জানালো আ.লীগ
মাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা
৮ জনকে গ্রেফতারের পর ডিবি’র দাবিমাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট