X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কেউ জানে না কেন রাউধার আত্মহত্যা!

রাজশাহী প্রতিনিধি
৩০ মার্চ ২০১৭, ২০:২৩আপডেট : ৩০ মার্চ ২০১৭, ২০:২৮

রাজশাহী ইসলামী মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেল ভবনের সামনের একটি আমগাছে ঝুলছে দুটি দোলনা। এই দোলনার একটিতে বসতেন মেডিক্যালের ছাত্রী আয়েশা নাজ ফায়াজ। আর অন্যটিতে যিনি বসতেন, সেই রাউধা আথিফ চলে গেছেন না ফেরার দেশে। তবে রাউধার আত্মহত্যার বিষয়ে কোনও ধারণাই নেই তার সহপাঠী আয়েশা নাজ ফায়াজের। অন্য শিক্ষার্থীরাও এ বিষয়ে বলতে পারছেন না কোনোকিছু।

রাউধা আথিফ রাউধার স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে মালদ্বীপের এ শিক্ষার্থী (আয়েশা নাজ) বলেন, ‘আমরা দুইজন মিলে তিনদিন ধরে এই দোলনাগুলো তৈরি করেছিলাম। মাঝে মধ্যে আমগাছের নিচে দোলনায় বসে মজা করতাম। কিন্তু দোলনা পড়ে আছে, সে (রাউধা) আর কখনও বসবে না, মজাও করা হবে না।’

মেডিক্যালে পড়াশোনার পাশাপাশি শখের বশে মডেলিং করা রাউধাকে নিয়ে আয়েশা নাজ আরও বলেন, ‘সে কেন আত্মহত্যা করলো, এটা আমাদের কাছে প্রশ্ন রয়ে গেছে। আমরা মুসলিম, আত্মহত্যা সঠিক সিদ্ধান্ত হতে পারে না।’ আয়েশা নাজ ফায়াজ থাকেন ২০৮ নম্বর কক্ষে, তার পাশের কক্ষই ছিল রাউধা আথিফের। তাই তার সঙ্গে সর্ম্পকটাও ছিল খুব ঘনিষ্ঠ। একে অপরের কক্ষে নিয়মিত যাতায়াত ছিল তাদের, বলেও জানান তিনি।

এখানেই মাঝে মধ্যে সময় কাটাতেন রাউধা জানা যায়, রাজশাহী ইসলামী মেডিক্যাল কলেজে মোট ৪৫ জন বিদেশি শিক্ষার্থী আছেন। এরমধ্যে ছাত্রী হোস্টেলে ১৫ জন বিদেশি থাকতেন। একটি ভবনে তাদের জন্য আলাদা ব্লক ছিল। এই ব্লকে মালদ্বীপের চারজন, নেপালের তিনজন ও ভারতের আটজন শিক্ষার্থী ছিলেন। বিদেশি শিক্ষার্থীদের সবার মধ্যে ঘনিষ্ঠতা কম থাকলেও রাউধা আথিফ ছিল ব্যতিক্রম। প্রাণবন্ত মেয়ে হিসেবে কলেজের সবার কাছেই পরিচিত ছিল সে।

তবে রাউধার পোষাক-পরিচ্ছদ ছিল ইসলামী মেডিক্যাল কলেজের নীতি বিরুদ্ধ। এ ব্যাপারে রাজশাহী ইসলামী মেডিক্যাল কলেজ সেক্রেটারি আব্দুল আজিজ রিয়াদ বলেন, ‘ব্যক্তিগত পোষাক ক্ষেত্রে মেডিক্যাল থেকে কোনও চাপ ছিল না। কলেজের ড্রেসকোডটি শুধু ক্লাস-পরীক্ষার জন্য। এর বাইরে রাউধা কি পোষাক পরলো, কলেজ কর্তৃপক্ষ তা দেখে না। এ ব্যাপারে শিক্ষার্থীদের স্বাধীনতা দেওয়া আছে।’

পোষাক-পরিচ্ছেদ কিংবা একাডেমিক বিষয়ে কোনও নোটিশ তাকে দেওয়া হয়েছিল কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘ক্যাম্পাসের ভেতরে শালীনতার ব্যাপারে মৌখিকভাবে সবাইকে বলা হয়ে থাকে, তাকেও বলা হয়েছে। সে বিষয়টি মেনে চলতো। আর ক্লাস-পরীক্ষাই তার অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।’ তার আত্মহত্যার ঘটনা তদন্তে শিক্ষকদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

রাউধার কক্ষ, আত্মহত্যার পর বিছানায় পড়ে থাকা নিথর দেহ এদিকে, রাউধা আথিফের আত্মহত্যা খবর জেনে বিমানযোগে রাজশাহীতে যান মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশাথ শান শাকির এবং কমনওয়েলথের তৃতীয় সেক্রেটারি ইসমাইল মুফিদ। তাদের সঙ্গে রাউধা আথিফের মা আমিনাথ মুহারমিমাথ ও এক ভাই রয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে তারা রাজশাহীতে এসে প্রথমে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। এসময় তারা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে সেখান থেকে তারা রাজশাহী সার্কিট হাউজে গিয়ে ওঠেন।

আর রাউধা আথিফের বাবা মোহাম্মদ আথিফ মাইক্রোবাসযোগে ঢাকা থেকে রওনা দিয়েছেন বলেও নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম। তিনি বলেন, ‘রাউধা হতাশাগ্রস্ত ছিল। প্রাথমিক ধারণা করছি সে আত্মহত্যা করেছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে সহপাঠীরাও তেমন কোন তথ্য আমাদের দিতে পারছে না। কেন এই আত্মহত্যা সে বিষয়ে কেউই কোন তথ্য জানাতে পারছেন না।’

উল্লেখ্য, বুধবার (২৯ মার্চ) রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের মহিলা হোস্টেল থেকে রাউধা আথিফ (২১) নামের মালদ্বীপের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার (২৯ মার্চ) রাতেই রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি