X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে বিজয়ী জয়া

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০১৭, ২২:৪০আপডেট : ৩০ মার্চ ২০১৭, ২২:৫৬

ড. জয়া সেনগুপ্ত সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তা। ১১০টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৫ হাজার ৯৯৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজুর চেয়ে ৫৫ হাজার ৬৬ ভোট বেশি পেয়েছেন তিনি। সিংহ প্রতীক নিয়ে রেজু পেয়েছেন ৪০ হাজার ৯২৯ ভোট।
বৃহস্পতিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনের এই ফলাফলের খবর জানিয়েছেন শাল্লা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফাওজুল কবীর খান ও দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাফিজুর রহমান। তবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এসএম এজহারুল হক সাংবাদিকদের জানান, এখনও বেসরকারিভাবে ফলাফল জানানো হয়নি। শুক্রবার (৩১ মার্চ) ড. জয়া সেনগুপ্তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শুন্য আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তার স্ত্রী ড. জয়া সেনগুপ্তা। বিজয়ী হওয়ার অনুভূতিতে তিনি বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে। এজন্যই আমি জিতেছি। এটি দিরাই শাল্লাবাসীদের বিজয়।’
তবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দিরাই উপজেলা সদরে নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয়ার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহবুব হোসেন রেজু নির্বাচনে আওয়ামী প্রার্থীর বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন। অনেক কেন্দ্র দখল করে টেবিল কাস্টিংয়েরও অভিযোগ রয়েছে তার। তিনি বলেন, ‘নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রে জাল ভোট পড়লেও এ ব্যাপারে প্রশাসন ছিল নীরব।’
যদিও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এসএম এজহারুল হক স্বতন্ত্র প্রার্থীর এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।’
সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। সকালে বৈরী আবহাওয়া থাকায় ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়তেই ঝড়-বৃষ্টি থেমে যাওয়ায় ভোটার উপস্থিতি কিছুটা বাড়লেও স্বাভাবিকের তুলনায় তা অনেক কম বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা।

হাওর অধ্যুষিত দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ১১৩ জন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই উপজেলার ১১০টি কেন্দ্রে ভোটগ্রহণের পর বিকাল ৪টার পর শুরু হয় গণনা।

দুই উপজেলায় ১১০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তার ব্যবস্থা বিন্যাস করে প্রশাসন। নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি র্যা ব ও বিজিবির বিশেষ টিম এবং পুলিশ ও আনসার দায়িত্ব পালন করেছে।

/জেএইচ/

আরও পড়ুন-
সুনামগঞ্জে উপনির্বাচন: বৃষ্টির কারণে ভোটার কম

সুরঞ্জিতের আসনে মনোনয়ন সংগ্রহ করলেন জয়া সেনগুপ্ত

কে হচ্ছেন সুরঞ্জিতের উত্তরসূরী?




 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা