X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ইন্টারনেট সংযোগ না দিয়েই বিল তুলে নেওয়ার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৭, ১১:০৪আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১১:০৪

বরিশাল বরিশালের গৌরনদী উপজেলায় সরকারি ৩০টি দফতরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ না দিয়েই গত দুই বছরে ১৪ লাখ ৪০ হাজার টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

সরকারি দফতরগুলোর মধ্যে রয়েছে- গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান,  গৌরনদী পৌরসভার মেয়র, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি),  উপজেলা নির্বাচন অফিস, হিসাব রক্ষণ অফিস, পল্লী উন্নয়ন অফিস, যুব উন্নয়ন অফিস।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ‘ন্যাশনাল আইসিটি ইনফো নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট (ইনফো- গভ.) ফেইজ-২ প্রকল্পের অধীনে ২০১৫ সালে ৩১টি সরকারি দফতরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ পায় স্কয়ার ইনফরমেটিক লিমিটেড। প্রতিষ্ঠানটি একই বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে সরকারি দফতরগুলোতে সংযোগ দিতে ক্যাবল (তার) টানে। তবে তখন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে সংযোগ দিয়ে বাকিগুলোতে দুইদিন পরে এসে সংযোগ দেওয়ার কথা জানায়। এরপর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান এসব দফতরে আর ইন্টারনেট সংযোগ দেয়নি। ফলে গত দুই বছর ধরে এসব দফতরে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। অথচ এ প্রকল্প থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান গত দুই বছরে ১৪ লাখ ৪০ হাজার টাকা তুলে নিয়েছে।’

উপজেলা প্রকৌশলী ফজল আহম্মেদ বলেন, ‘গত দুই বছরে এক সেকেন্ডের জন্যও আমার দফতরে ইন্টারনেট সংযোগ পায়নি।’

এদিকে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে ইন্টারনেট সংযোগ স্থাপনকারী ঠিকাদারী প্রতিষ্ঠান স্কয়ার ইনফরমেটিক লিমিটেডের বরিশাল অঞ্চলের ইনচার্জ মো. রায়হান রনি বলেন, ‘আমরা ২০১৫ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে গৌরনদী উপজেলার সরকারি ৩১টি দফতরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করে দফতরের কর্মকর্তাদের বুঝিয়ে দিয়েছি। আমাদের টেকনিশিয়ান তাদের সংযোগ তদারকি করতো।’

তিনি আরও বলেন, ‘বিটিসিএলের সঙ্গে ২ বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ায় ও স্থানীয় পর্যায়ে টেকনিশিয়ান না থাকায় বর্তমানে সমস্যা হচ্ছে। চুক্তির মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া চলছে। গত ২ বছরের বিল এখনও পরিশোধ হয়নি। এছাড়া উপজেলা পরিষদ থেকে থানা পর্যন্ত প্রায় ৮শ’ মিটার ব্রডব্যান্ড সংযোগ ক্যাবল কে বা কারা চুরি করে নিয়ে গেছে। তবু এ প্রকল্পের নির্বাহী পরিচালকের নির্দেশে আগামী ২/১ দিনের মধ্যে পুনরায় ইন্টারনেট সংযোগ  চালু করে দিয়েছিলাম।’

প্রকল্পের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গৌরনদীতে মতবিনিময় সভায় অভিযোগ পেয়ে বিষয়টি সমাধানের জন্য ইউএনওকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আমি স্কয়ার ইনফরমেটিক লিমিটেডের বরিশাল অঞ্চলের ইনচার্জের সঙ্গে কথা বলেছি। দুইএক দিনের মধ্যে ইন্টারনেট সংযোগ চালু করে দেওয়া হবে বলে  তিনি আমাকে আশ্বস্ত করেছেন।’

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‘মতবিনিময় সভায় নির্বাহী পরিচালককে বিষয়টি অবহিত করার পর সংযোগ স্থাপন করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করার জন্য আমাকে নির্দেশনা দেন। খুব শিগগিরই সংযোগ চালু করা হবে।’

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি