X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নিলামের আগেই কালভার্ট লোপাট!

বগুড়া প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৭, ১৮:৫০আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৮:৫৫

ইট-রড লোপাটের পর শালফা-গজারিয়া সড়কের পুরনো কালভার্টের চিত্র

নিলাম ডাকার আগেই উপজেলা প্রকৌশলীর যোগসাজশে বগুড়ার শেরপুরের শালফা-গজারিয়া সড়কের একটি পুরনো কালভার্টের ইট-রড লোপাটের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, খানপুর ইউনিয়নের শালফা-গজারিয়া সড়কের পুরনো কালভার্টের ইট-রড নিলামে বিক্রি করে নতুন আরেকটি কালভার্ট নির্মাণের সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। কিন্তু নিলাম ডাকার আগেই পুরনো কালভার্টের ইট-রড উধাও হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এর পেছনে উপজেলা প্রকৌশলী নুর মোহাম্মাদের হাত রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কালভার্ট ভেঙে ইট-রড ভ্যানে করে নিয়ে যাচ্ছেন একদল শ্রমিক। তারা জানান, প্রকৌশলী নুর মোহাম্মাদের নির্দেশে তারা এ কাজ করছেন।

শালফা-গজারিয়া সড়কের পুরনো কালভার্টের ইট-রড নিয়ে যাচ্ছেন একদল শ্রমিক

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২২ মার্চ পুরনো কালভার্ট নিলামের জন্য স্থানীয় দৈনিকে বিজ্ঞাপন দেওয়া হয়। ওই বিজ্ঞাপন অনুযায়ী ২৭ মার্চ সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রকাশ্যে নিলাম ডাক হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত দিন নিলাম ডাক হয়নি। পরে ৬ এপ্রিল (বৃহস্পতিবার) নিলামের দিন চূড়ান্ত করা হয়।

খানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া বলেন, ‘নিলাম ডাক হওয়ার আগেই কালভার্টটি ভেঙে লাখ টাকার ইট-রড লোপাট করা হচ্ছে। অথচ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর নিরব দর্শকের ভূমিকা পালন করছে।' তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উপজেলা প্রকৌশলী নুর মোহাম্মাদ বলেন, ‘আমি কাউকে কালভার্ট ভেঙে ইট-রড নিয়ে যাওয়ার নির্দেশ দেইনি। তবে পরিষদের সিদ্ধান্তে এক ঠিকাদার নিজ খরচে ইট-রড খুলে পাশে রাখছেন; কিছুই উধাও হচ্ছে না।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপপ্রবাহে বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা
তাপপ্রবাহে বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা
কারখানার ছাদ থেকে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ
কারখানার ছাদ থেকে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যুর অভিযোগ
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুলের সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবি
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুলের সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবি
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ