X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুদকের মামলায় নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা জেল হাজতে

ময়মনসিংহ প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৭, ১৭:০৮আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৭:২০

দুদকের মামলায় নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা জেল হাজতে

ময়মনসিংহের সাবেক জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা দুলাল উদ্দিনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সদর ১ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসেন এ আদেশ দেন। মঙ্গলবার জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক)করা মামলায় গ্রেফতারকৃত দুলালকে আদালতে হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইনসপেক্টর নওয়াজেশ আলী।

গ্রেফতারকৃত দুলাল বর্তমানে ঢাকায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিরীক্ষা ও হিসাবে রক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য, আসামি দুলাল উদ্দিন তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৬৮ লাখ ৪৬ হাজার ১৭৯ টাকার সম্পদ প্রদর্শণ করেননি। এছাড়া তিনি ৭৮ লাখ ৮১ হাজার ৫২ টাকা মূল্যের সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত অর্জন করেছেন। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ অন্যান্য অভিযোগ অনুসন্ধান করে জেলা দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদকের সহকারী পরিচালক একেএম বজলুর রশিদ চলতি বছরের ৩১ জানুয়ারি কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৪৩। এই মামলায় সোমবার রাত ১২টার দিকে ভালুকার নিজ বাসা থেকে দুলাল উদ্দিনকে গ্রেফতার করেছে দুদক কর্মকর্তারা। দুলাল উদ্দিন গফরগাঁওয়ের দীঘা গ্রামের মরহুম চাঁন মিয়ার ছেলে। মঙ্গলবার তাকে ময়মনসিংহ ১ নম্বর আমলী আদালতে পাঠানো হয়।

মামলার বাদী দুদকের সহকারী পরিচালক একেএম বজলুর রশিদ জানান, আসামি দুলাল উদ্দিন ৭৮ লাখ ৮১ হাজার ৫২ টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭ লাখ ৭৯ হাজার ৮৯৬ টাকা। যা তার দুদকে দাখিলকৃত সম্পদের বিবরণীর অনেক চেয়ে বেশি। তিনি দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তার বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানিয়েছেন দুদক কর্মকর্তা একেএম বজলুর রশিদ।

 /জেবি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’