X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নিরাপত্তার স্বার্থে টুকুকে সিরাজগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৭, ১০:৩৩আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১০:৩৮

ইকবাল হাসান মাহমুদ টুকু (ফাইল ছবি) ট্রেন পোড়ানো মামলায় গ্রেফতার বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়।

জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেলার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা তত্ত্বাবধায়ক মো. আল  মামুন জানান, সিরাজগঞ্জ কারাগারে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের ফিদায়ী বা আত্মঘাতী ইউনিটের আট নারী সদস্যসহ মোট ৩৫ জেএমবি সদস্য রয়েছে। এছাড়াও শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুসহ সমকাল সাংবাদিক শিমুল হত্যা মামলার অন্যান্য ১৩ জন আসামিও রয়েছেন। ধারণ ক্ষমতার চেয়ে বর্তমানে প্রায় সাত গুণ বেশি বন্দি থাকায় মাত্র ৫৩ জন কারারক্ষী দিয়ে তাদের পাহারা দিতে হিমশিম খেতে হচ্ছে। স্বল্প সংখ্যক কারারক্ষী দিয়ে কারাগারে কাঙ্ক্ষিত নিরাপত্তা জোরদার সম্ভব নয়। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে বিএনপি নেতা টুকুকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের ১১ অক্টোবর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে ঢাকা-রাজশাহী মহাসড়কের মুলিবাড়িতে খালেদা জিয়ার জনসভা চলাকালে ট্রেনের নিচে কাটা পড়ে বিএনপির ছয় নেতাকর্মী নিহত হন। ওই ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষুব্ধরা নেতাকর্মী ও সমর্থকরা আগুন দিয়ে ট্রেনটি জ্বালিয়ে দেন। ওই ঘটনায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুসহ কমপক্ষে ১০ হাজার নেকাকর্মীর নামে পুলিশ সাতটি মামলা করে। ওই মামলায়  ১০ এপ্রিল (সোমবার)  জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন টুকু। কিন্তু বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠান।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন