X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আগামী বাজেট হবে ৪ লাখ কোটি টাকার বেশি: অর্থমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৭, ০৭:৪৮আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ০৭:৫২

ঝালকাঠিতে সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০০৯ সালে দেশের বাজেট ছিল ৯৫ হাজার কোটি টাকা। বর্তমান বাজেট তিন লাখ ৪০ হাজার কোটি টাকা আর আগামী বাজেট হবে ৪ লাখ কোটি টাকার বেশি। 

বুধবার বিকেলে স্থানীয় শিল্পকলা মিলনায়তনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আবুল মাল আবদুল মুহিত বলেন, দুই বছর পর নির্বাচন হবে। আমাদের নেত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রচারণায় নেমে গেছেন। বর্তমান সরকারের অধীনে ২০১৯ সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।  নির্বাচনে সব ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আর নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরেই সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমিত হবে।

অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বড় শক্তি হলো সময় মতো তারা ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে পারে। আর এ জন্য এই সরকারের অধীনে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু এই উন্নয়ন বিরোধী দলের নেত্রী বুঝতে চান না। তারা যখন বলেন, এদেশের উন্নয়ন হচ্ছে না, তখন আমাদের হাসি পাওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। আওয়ামী লীগ এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। মানুষ এখন ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করে।  

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। বিরোধী দলের নেত্রী কিছু বুঝতে চান না। তিনি যা বুঝেন তাই সঠিক মনে করেন।’

প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে যখন শ্রমিক ছাঁটাই হয় তখন আমরা নতুন নতুন কর্মক্ষেত্রে শ্রমিক নিয়োগ দিচ্ছি। আমাদের দেশের গ্রামে পর্যন্ত কোনও অভাব নেই। এটা বিশ্বের কাছে একটি অবাক বিষয়। আমাদের দেশে উন্নয়ন কর্মকাণ্ড বিশ্ববাসী অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রীকে নৌকা খচিত কোট পিন পরিয়ে দেন আমু।  জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)