X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন একই পরিবারের

নরসিংদী প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৭, ১৫:১৬আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৫:১৬

নরসিংদীতে মাইক্রোবাস-প্রাইভেটকার সংঘর্ষ নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। তারা হলেন মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার সাফিয়া বেগম (৬০), তার নাতি আবুল মিয়া (১৮) ও নাতজামাই বিল্লাল হোসেন (৩২)। নিহত চতুর্থজন মাইক্রোবাসের চালক নরসিংদীর রায়পুরার কুড়েরপাড় এলাকার ফুল মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০)।

এদিকে পুলিশ জানিয়েছে, বেপারোয়াভাবে চালানোর কারণেই যানবাহনদুটির সংঘর্ষ হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে।

রবিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া (নোয়াদিয়া-গাংপাড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার একই পরিবারের ৫ জন ঢাকার কেরানীগঞ্জ থেকে ভাড়া করা একটি প্রাইভেটকারে করে সিলেটের শাহজালাল (রা.) এর মাজারে যাচ্ছিলেন। শিবপুরের  কুন্দারপাড়া (গাংপাড়) এলাকায় পৌঁছালে বিপরিত দিক নরসিংদীর রায়পুরা থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী সাফিয়া বেগম (৬০) মারা যান।

পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের আরও ৯ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান প্রাইভেটকারের যাত্রী আবুল মিয়া (১৮), বিল্লাল হোসেন (৩২) ও মাইক্রোবাস চালক নরসিংদীর রায়পুরার কুড়েরপাড় এলাকার ফুল মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০)।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মো. মিজানুর রহমান জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় আরও ৬ জনকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চার জনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিহতদের নাম ঠিকানা নিশ্চিত হয়েছি। দুর্ঘটনার বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

/এফএস/ 

আরও পড়ুন- 
ভ্রাম্যমাণ আদালতের ভয়ে রাস্তায় নেই গাড়ি!

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা