X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন: আ.লীগ ২২, বিএনপি ১ ও স্বতন্ত্র ৫টিতে জয়ী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৭, ০১:৪৭আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১২:১৯

ইউপি নির্বাচন দেশের বিভিন্ন উপজেলায় আজ রবিবার (১৬ এপ্রিল) সুষ্ঠু ও শান্তিুপূর্ণ পরিবেশে ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদের ভিত্তিতে ইউপি নির্বাচনের ফলাফল অনুযায়ী এ পর্যন্ত মোট ২৮টি ইউপিতে আওয়ামী লীগ ২২, বিএনপি ১ ও স্বতন্ত্র ৫টিতে জয়ী হয়েছে।
বিভিন্ন জেলা থেকে ইউপি নির্বাচনে আমাদের প্রতিনিধিদের পাঠানো ফলাফল

বরগুনা
বরগুনার তালতলী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়মী লীগ আওয়ামী লীগ ৪টি ও স্বতন্ত্র প্রার্থী ১টি জয়লাভ করেছে।
তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নজির হোসেন কালু পাটোয়ারী, ছোটবগী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে তৌফিকুজ্জামান তুন, নিশানবাড়ীয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো. দুলাল ফারাজী, কড়ইবাড়ীয়া ইউনিয়নে স্বতন্ত্র পার্থী মো. আলতাফ হোসেন আকন এবং বড়বগী ইউনিয়নে আমল মুন্সি নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

ভোলা
ভোলার ৩ ইউপিতেই আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীদের মধ্যে মনপুরা ইউপিতে নৌকা প্রতীক নিয়ে আমানত উল্ল্যাহ পেয়েছেন ৫ হাজার ২১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জোবায়ের হোসেন রাজীব পেয়েছেন ২ হাজার ৪১ ভোট।


অন্যদিকে দৌলতখান উপজেলার সৈয়দপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহিদ সরোয়ার ভুট্টু পেয়েছেন ৯ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম বিএনপি প্রার্থী নিজাম উদ্দিন পেয়েছেন ৫৩৫ ভোট। এছাড়া দৌলতখান উপজেলার হাজিপুর ইউনিয়নে বিনা প্রতিদন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ সভাপতি হামিদুর রহমান টিপু।

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মো. বেনাউল ইসলাম নৌকা প্রতীকে ১০ হাজার ৬০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে সেফাউল মুলক পেয়েছেন ১০ হাজার ১৩৮ ভোট। এছাড়া মো. এরশাদ আলী বিশ্বাস ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩হাজার ৪৫৬।

দিনাজপুর

দিনাজপুরের বিরল উপজেলার দুটি ইউনিয়নের একটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও আরেকটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজোড়া ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা মার্কা) প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন ৬ হাজার ৮৫৬ ভোট পেয়ে আবারও নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির (ধানের শীষ মার্কা) প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুলতান মাহমুদ ৫ হাজার ০৪৬ ভোট।
পলাশবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুস শুকুর (আনারস মার্কা) ২ হাজার ৫৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী (নৌকা মার্কা) খায়রুল ইসলাম ২ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন।

জামালপুর
জামালপুরের ইসলামপুর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসানুল হক মামুন জানান, ভোট গণনা শেষে বেসরকারিভাবে বেলগাছা ইউনিয়নে আব্দুল মালেক(আ.লীগ), নোয়ারপাড়া ইউনিয়নে মোস্তফা মওলা(আ.লীগ), সাপধরী ইউনিয়নে জয়নাল আবেদীন(আ.লীগ) ও কুলকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান সনেট বিজয়ী হয়েছেন।

জয়পুরহাট


জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একটিতে আওয়ামী লীগ প্রার্থী ও অন্যটিতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বড়তারা ইউনিয়নে বোরহান উদ্দিন ফকির নৌকা প্রতীকে ৫ হাজার ২০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বারিক মণ্ডল পেয়েছেন ৪ হাজার ৭৪৫ ভোট। আর তুলসীগঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হাইকুল ইসলাম লেবু আনারস প্রতীকে ৩ হাজার ৪৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান খান নৌকা প্রতীকে ৩ হাজার ১৫০ ভোট পেয়েছেন।

গোপালগঞ্জ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৭নং হিরন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাম কিবরিয়া দাড়িয়া (চশমা) ৬ হাজার ৯৬৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুন্সী এবাদুল ইসলাম (আনারস) ৫ হাজার ৪১৩ ভোট পেয়েছেন।

পটুয়াখালী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী, ধূলাস্বার ও দশমিনা উপজেলার নবগঠিত চর বোরহান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবকটিতেই নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন।
দশমিনা উপজেলার নব গঠিত ৭নং চর বোরহান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী নজীর আহমেদ সরদার ১ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী তমিজ উদ্দিন তমান ঢোল প্রতীকে পেয়েছেন ২৮২ ভোট। আর বিএনপি মনোনিত প্রার্থী শামিম হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২১২ ভোট।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আনছার উদ্দিন মোল্লা নৌকা প্রতীকে ৮ হাজার ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. মোসলেম উদ্দিন মুসুল্লী হাতপাখা প্রতিকে পেয়েছেন ২ হাজার ৭৮০ ভোট।
একই উপজেলার ধূলাস্বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে আব্দুল জলিল মাস্টার ৭ হাজার ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের বিদ্রোহী মো. ইয়াকুব আলী ১ হাজার ২৬৮ পেয়েছেন।

পিরোজপুর

পিরোজপুরের দেউলবাড়ী-দোবরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মো. ওয়ালিউল্লাহ বিজয়ী হয়েছেন।
কলারদোয়ানিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। চেয়ারম্যান পদে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের মো. হাসনাত ডালিম বিজয়ী হয়েছেন।

সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, শেখ আল মামুন মোট পেয়েছেন ৪ হাজার ৩৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আকবার আলী পেয়েছেন ৪ হাজার ৩২৩ ভোট।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে ৯ হাজার ৬২৪ ভোট পেয়ে বিজয়ী হন লুৎফর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. রুবেল রানা পান ২ হাজার ৭২০ ভোট।

নোয়াখালী

নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ও কেশারপাড় ইউনিয়ন এ দুটিতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন- মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মো. রুহুল আমিন ও কেশর পাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বেলাল হোসেন ভুঁইয়া।

লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বসুনীয়া নৌকা প্রতীকে ৮ হাজার ৬৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত তথা ২০ দলীয় জোটের মনোনিত শামসুল হক ধানের শীষ প্রতীকে ৪ হাজার ২৮০ ভোট পেয়েছেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি