X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘নিজ হাতে গড়া ভাস্কর্যের অবমাননা প্রতিবাদের ভাষা হতে পারে না’

সিরাজুচ ছালেকীন, রাবি
১৮ এপ্রিল ২০১৭, ১৬:৩৮আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৭:২২

রাবিতে ভাস্কর্য উল্টিয়ে রেখে শিক্ষার্থীদের প্রতিবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভাস্কর্যের পরিচর্যা, নিরাপত্তা, চারুকলা বিভাগের চত্বরে প্রাচীর নির্মাণসহ বিভিন্ন দাবি আদায়ে প্রায় তিন শতাধিক ভাস্কর্য উল্টিয়ে প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। কিন্তু দাবি আদায়ে ভাস্কর্য উল্টানোর এই ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বাংলা ট্রিবিউনকে কয়েকজন শিক্ষক বলেছেন, দাবি আদায়ের ভাষা পৃথিবীতে অনেক আছে। কিন্তু নিজ হাতে গড়া ভাস্কর্যের অবমাননা প্রতিবাদের কোনও ভাষা হতে পারে না।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক বলেন, ‘শিল্পকর্মগুলো অবহেলিত হচ্ছে, তারা এ কথাই কর্তৃপক্ষকে বলতে চাইছে। কিন্তু সেই শিল্পকর্ম মাটির সঙ্গে শুইয়ে দিয়ে প্রতিবাদ করবো, সেটি প্রতিবাদের ভাষা হতে পারে না। তাদের প্রতিবাদ শিল্পের ক্ষেত্রে যথার্থ না বলে আমি মনে করি। এছাড়া দেশে ও বিশ্বে এখন যে পরিস্থিতি এ ঘটনার মধ্যে দিয়ে অনেকে অন্য রকম বার্তা পাবে।’ রাবিতে ভাস্কর্য উল্টিয়ে রেখে শিক্ষার্থীদের প্রতিবাদ

নাট্যব্যক্তিত্ব ও দর্শন বিভাগের অধ্যাপক এস এম আবু বকর বলেন, ‘তারা এই ভাস্কর্যগুলোর নিরাপত্তা ও পরিচর্যা চায়। তাহলে তারা নিজেরাই তাকে উৎপাটন করে, হেয় করে তার সম্মান কীভাবে দাবি করতে পারে?  এটা স্ববিরোধী। এর ভেতরে শিল্পসম্মত কোনও সুস্থ মানসিকতা কাজ করে না।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘তারা যদি দাবি আদায়ে এই কাজ করতো তাহলে সব শিক্ষার্থীদের নিয়ে করতে পারতো। কিন্তু তারা কয়েকজন শিক্ষার্থী এ কাজ করেছে। নিশ্চয় তাদের পেছনে কেউ ইন্ধন যুগিয়েছে।’ তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। রাবিতে ভাস্কর্য উল্টিয়ে রেখে শিক্ষার্থীদের প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আবদুল মজিদ অন্তর এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘ভাস্কর্য একটা ভালোবাসার জায়গা। শিল্পীরা ভালোবাসার জায়গা থেকে এগুলো তৈরি করেন। কিন্তু সেই শিল্পীরাই যদি তাদের শিল্পের সম্মান না করেন তাহলে অন্যরা কীভাবে সেটা দেখবে? সেটা ভাবার বিষয়।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খোদ ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীরাও। ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সঞ্জয় বলেন, ‘আমার মতে এ কাজটা ঠিক হয়নি। আমাদের কাজগুলোকে অপমান করা হয়েছে। একটা কাজ করতে গিয়ে ভাস্কর্য শিক্ষার্থীদের যে কি কষ্ট করতে হয় সেটা একজন ভাস্কর্য শিক্ষার্থীই বোঝেন। এ ভাস্কর্যগুলোয় আমাদেরও অংশীদার আছে, পরিশ্রম আছে। আমরাও চাই আমাদের তৈরি করা ভাস্কর্যগুলোর পরিচর্যা-নিরাপত্তা। কিন্তু এ দাবি আদায়ে অন্য কোনও কর্মসূচি নেওয়া যেতো। কিন্তু তারা কেনও এটা করলো আমার মাথায় আসে না।’ রাবিতে ভাস্কর্য উল্টিয়ে রেখে শিক্ষার্থীদের প্রতিবাদ

এ ঘটনাকে ন্যাক্কারজনক বলছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। পেইন্টিং বিভাগের প্রথম বর্ষের তানিয়া বলেন, ‘আমরা যদি আমাদের নিজেদের শিল্পকর্ম নষ্ট করি এভাবে তাহলে বাইরের মানুষ তো আমাদের দিকে তাকিয়ে ভাববে যে আমরা আমাদের নিজেদের কাজই পছন্দ করছি না। তারা দাবি আদায়ে ধর্মঘট করতে পারতো। আমি ভাস্কর্যের শিক্ষার্থী না। কিন্তু তারপরও আমি এটা মেনে নিতে পারছি না।’

আইন বিভাগের এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, ‘নিজেদের ভাস্কর্য নিজেরাই উল্টিয়ে এ কেমন প্রতিবাদের ভাষা? নিজের ভেতর শিল্পীসত্ত্বা পোষণ করা ব্যাক্তি কখনোই এমনটা করতে পারবেন না।’

প্রসঙ্গত, সোমবার মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় প্রায় তিন শতাধিক ভাস্কর্য উল্টিয়ে রাখেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভাস্কর্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইউসুফ আলী স্বাধীন ও ইমরান হোসাইন রনি সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন থেকে আমাদের বানানো এই ভাস্কর্যগুলো এখানে জরাজীর্ণ হয়ে পড়ে আছে। কিন্তু এগুলোর পরিচর্যা করা হয় না। এছাড়া এই চত্বরে একটা প্রচীর দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় শিক্ষকদের বলেছি। কিন্তু এখানে কোনও প্রচীর আজ পর্যন্ত দেওয়া হয়নি। প্রচীর না থাকায় বাইরের অনেকেই এসে শিক্ষার্থীদের বানানো এই ভাস্কর্যগুলো ভেঙে দিয়ে গেছে অতীতে এমন ঘটনাও ঘটেছে।’ ভাস্কর্য দিয়ে শিক্ষকদের কক্ষ অবরুদ্ধ

তারা বলেন, ‘এ ভাস্কর্যগুলো সংস্কারের জন্য আমরা এগুলো উল্টিয়ে রেখেছি। সোমবার রাতে আমরা ৩০-৪০ জন শিক্ষার্থী মিলে এটা করেছি। কিন্তু আমরা কোনও ভাস্কর্য ভেঙে রাখিনি। শুধু কর্তৃপক্ষ যেন উদ্যোগ নেয় সেজন্য এটা করা।’

এদিকে, এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেবে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ। মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা শরীফ আনোয়ার বলেন, ‘এ ঘটনায় মাস্টার্সের সাত শিক্ষার্থী জড়িত ছিল বলে ইউসুফ আলী স্বাধীন নামে এক শিক্ষার্থী আমাদের কাছে স্বীকার করেছে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টা জানাবো। কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টা শুনেছি। আমরা এ বিষয়ে ভালোভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। যেহেতু ভিসি-প্রোভিসি নেই, তাই যে কোনও সিদ্ধান্ত হুট করে নেওয়া ঠিক হবে না। তবে আমরা গুরুত্বসহকারে বিষয়টা দেখবো।’

রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে এখনও কোনও সুনির্দিষ্ট অভিযোগ দেয়নি। তারপরেও আমরা বিষয়টা পর্যবেক্ষণ করছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএস/ 

আরও পড়ুন- 
রাবিতে ভাস্কর্য উল্টানোর ঘটনায় চিহ্নিত ৭

রাবিতে ভাস্কর্য উল্টানোর ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ছাত্রলীগের

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে