X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের আরও ২ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৭, ১৮:২৪আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৮:২৪

আটক দুই জঙ্গি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত ৬ ও ৭ এপ্রিল একই গ্রুপের আট সদস্যকে বিস্ফোরকসহ গ্রেফতার করা হয়েছিল।

গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার তিতাস থানার আব্দুর রহমান ওরফে সোহেল (২৫) ও কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ফয়সাল আহমেদ (৪৪)। তারা সিদ্ধিরগঞ্জে বসবাস করছিল।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ জানান, গত ৬ ও ৭ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড ও কুমিল্লা জেলার গৌরীপুর এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের যে আট সদস্যকে গ্রেফতার করা হয়, তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরও দুইজনকে গ্রেফতার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল ও ফয়সাল স্বীকার করেছে তারা জেএমবি (সারোয়ার-তামিম) সদস্য এবং তাদের নাশকতার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। তারাও তাদের সংগঠনের হয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতো। এছাড়াও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে তাদের এমএসএম কোম্পানির সদস্যদের কাছে জঙ্গিবাদী মতবাদ প্রচার করে আসছিল।

গ্রেফতারকৃতদের মধ্যে সোহেল ২০১৬ সালে জেএমবিতে যোগ দেওয়ার কথা জানায়। সে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের একাধিক সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এবং নারায়ণগঞ্জের একাধিক স্থানে গোপন বৈঠকে অংশ নিয়েছে। এর আগে তারা একাধিকবার নারায়ণগঞ্জের শনির আখড়ায় এক ব্যক্তির বাসায় সাংগঠনিক কাঠামোর বিস্তার, নতুন নতুন সদস্য সংগ্রহ করার নিয়ম ও পদ্ধতি এবং নাশকতা পরিচালনার ব্যাপারে বৈঠক করেছে।

অপরজন ফয়সাল আহমেদ গত বছর জেএমবি (সারোয়ার-তামিম) গ্রুপের জামাল রাসেল জিহাদীর মাধ্যমে জেএমবিতে যোগদান করে এবং সক্রিয় সদস্য হিসেবে কাজ শুরু করে। ফয়সাল দীর্ঘ সময় কুয়েতে বসবাস করার কারণে আরবি ভাষার ওপর দক্ষতা অর্জন করে। সে ইন্টারনেট থেকে পাওয়া আরবি ভাষায় বিভিন্ন উগ্রবাদী তথ্যচিত্র বাংলায় অনুবাদ করতো  এবং সংগঠনের সদস্যদের মধ্যে তা সরবরাহ করতো। সে সংগঠনের জন্য অর্থেরও যোগান দিত।

/এফএস/

আরও পড়ুন- 

সৈয়দ আশরাফের যে ছবি ভাইরাল

‘নিজ হাতে গড়া ভাস্কর্যের অবমাননা প্রতিবাদের ভাষা হতে পারে না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি