X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মেরিটাইম ইনস্টিটিউটে শিগগিরই ডিজিটাল ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম ব্যুরো
১৮ এপ্রিল ২০১৭, ২০:১০আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২০:১০

মেরিটাইম ইনস্টিটিউটে শিগগিরই ডিজিটাল ভর্তি পরীক্ষা ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে শিগগিরই ডিজিটাল ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু হতে যাচ্ছে। কাগজমুক্ত সম্পূর্ণ ডিজিটাল এই পরীক্ষা পদ্ধতি পরবর্তি প্রি-সি রেটিং কোর্সেই চালু করা হতে পারে। মঙ্গলবার এ সংক্রান্ত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিজিটাল পরীক্ষা পদ্ধতি চালুর সব কাজ শেষ হয়েছে। এখন চলছে এটিকে সম্পুর্ণ ত্রুটিমুক্ত করার কাজ। বিশেষজ্ঞদের মতামতসহ এই পরীক্ষা পদ্ধতির যাবতীয় কাগজ আর কিছুদিনের মধ্যেই ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের উপদেষ্টা বোর্ডে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদনের পর প্রথম প্রজেক্ট হিসেবে পরবর্তী কোর্সের ভর্তি পরীক্ষায় তা চালু করা হবে।’ মতবিনিময় সভা শেষে এসব তথ্য জানান তিনি।

ডিজিটাল পরীক্ষা চালু সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি’র সাবেক ডিন ও দর্শন বিভাগের অধ্যাপক মনসুর উদ্দীন আহমেদ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ্ চৌধুরী এবং ড. রাশেদ মোস্তফা, মেরিন একাডেমির কমানডেন্ট ড. সাজিদ হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষাবিদ ও সাংবাদিকরা। সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম। চবি উপাচার্য তার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ইন্সটিটিউটকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় প্রি-সি রেটিং কোর্সের ভর্তি পরীক্ষা পেপারলেস ডিজিটাল পদ্ধতি সংক্রান্ত সফটওয়্যারটি উপস্থাপন করেন এর ডেভেলপকারী বাংলাদেশ মেরিন একাডেমির সাবেক ক্যাডেট জাকারিয়া তালুকদার জনি।

/এফএস/ 

আরও পড়ুন- 

সৈয়দ আশরাফের যে ছবি ভাইরাল

‘নিজ হাতে গড়া ভাস্কর্যের অবমাননা প্রতিবাদের ভাষা হতে পারে না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী