X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় মিনি ট্রাকচাপায় প্রজন্মলীগ নেতা নিহত

গাইবান্ধা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ০৫:৫৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ০৬:০১

ভিপি মোর্শেদ বিল্লাহ রাশেদ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মিনি ট্রাকচাপায় মোর্শেদ বিল্লাহ ওরফে ভিপি রাশেদ (৪০) নামে এক প্রজন্মলীগ নেতা নিহত ও লিটন মিয়া নামে অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চৌমাথা মোড়ের মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মোর্শেদ বিল্লাহ রাশেদ জেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক। তিনি গাইবান্ধা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি ও শহরের পশ্চিমপাড়া এলাকার আতাউর রহমান মণ্ডলের ছেলে। আহত লিটন মিয়াকে (৩২) পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত ৯টার দিকে রাশেদ ও লিটন মোটরসাইকেলে পলাশবাড়ী থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। পথে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে গাড়ি থেকে দুজনই পড়ে যান। এসময় একটি মিনি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন।

ওসি মাহমুদুল আলম বলেন, ‘স্থানীয়দের সহায়তায় ট্রাক আটক করা হয়। এসময় ট্রাকের চালককেও আটক করা হয়। ট্রাক চালকের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘নিহত রাশেদের লাশ হাসপাতাল থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে লাশ তার ভাইয়ের বাসা শহরের প্রফেসর কলোনীতে রয়েছে। আহত লিটন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’

এদিকে, রাশেদের মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ শামস উল-আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ অনেকেই শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা