X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পুলিশের ওপর হামলা: ছাত্রলীগের সভাপতিসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো
১৯ এপ্রিল ২০১৭, ১০:৫৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১০:৫৭

চট্টগ্রাম চট্টগ্রামের কাজির দেউরি এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। কোতোয়ালী থানার নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ ৫৯ জন ও অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে মামলাটি করা হয়। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে কোতোয়ালী থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী সার্কেল) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫৯ জন এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে মঙ্গলবার কোতোয়ালী থানায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
উপকমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসেন জানান, মঙ্গলবারে পুলিশের ওপর যে হামলার ঘটনার সময় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। তারা নির্মাণাধীন সুইমিংপুলের ভেতরে ঢুকে ভাঙচুর চালাতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশের এক সদস্যসহ তিনজন আহত হন।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৮এপ্রিল) চট্টগ্রামের কাজির দেউড়িতে সুইমিংপুল নির্মাণকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়।
স্থানীয় সূত্র জানায়, আউটার স্টেডিয়ামে একটি সুইমিংপুল নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ছাত্রলীগ এ সুইমিংপুল নির্মাণে বাধা দেয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকালে সড়ক অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগের কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তারা সুইমিংপুলের সীমানা প্রাচীর, রাস্তার পাশের দোকান, গাড়ি ও মিনিবাস এলোপাতাড়িভাবে ভাঙচুর শুরু করে। তারা প্রায় ১০-১২টি গাড়ি ভাঙচুর করে। এরপর পুলিশ ফাকা গুলি ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া