X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রায়পুরায় দুইদল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক, ১৪৪ ধারা জারি

নরসিংদী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ২০:৩১আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ২০:৩১

নরসিংদী নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শারফিন মিয়া (১৮) নামে একজন নিহত হয়েছেন। এসময় চার জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষের পর থেকে এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত শারফিন ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর থানার সলিমগঞ্জ গ্রামের মজিবুর রহমানের ছেলে। সে বাশঁগাড়ী গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে এসে সংঘর্ষ দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাশঁগাড়ী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বর্তমান ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান শাহেদ এর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত এক সপ্তাহ ধরে দুইপক্ষে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সকাল থেকে দুইপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চার জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

আহতদের মধ্যে এক ইউপি সদস্যসহ আট জনকে উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা হাসপাতাল ও পরে নরসিংদী সদর ও জেলা হাসপাতালে নেওয়া হয়। এরা হলেন, ইউপি সদস্য (৩ নং ওয়ার্ড) আমির হোসেন (৩৫), মাসুদ মিয়া (২২), কাউছার হোসেন (৩০), নূর মোহাম্মদ (১৮), রহিম বাদশা (২২), নাহিদ মিয়া (২৬) ও ইসমাইল হোসেন (৩০)। সেখানে কর্তব্যরত চিকিৎসক শারফিন নামে একজনকে মৃত ঘোষণা করেন এবং চার জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠান। 

এদিকে সংঘর্ষের পর থেকে এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ ও নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

/এফএস/ 

আরও পড়ুন- 


উল্টানো ভাস্কর্য সাজিয়ে রাখলেন সেই শিক্ষার্থীরাই

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
মিয়ানমার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?