X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চবিতে বহিষ্কৃত শিক্ষার্থীকে পরীক্ষা দিতে না দেওয়ায় সংঘর্ষ, ৫ পুলিশ আহত

চট্টগ্রাম প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৭, ১৪:৫২আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ০২:৫২

চবিতে বহিষ্কৃত শিক্ষার্থীকে পরীক্ষা দিতে না দেওয়ায় সংঘর্ষ, ৫ পুলিশ আহত

বহিষ্কৃত শিক্ষার্থীকে পরীক্ষার হলে ঢুকতে না দেওয়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশ আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে। এই দিন অনার্স ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সংঘর্ষে কারণে পরীক্ষাটি স্থগিত করেছে প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল কায়সারকে শৃঙ্খলা ভঙ্গের কারণে দুই বৎসরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বহিষ্কৃত শিক্ষার্থী কায়সায় অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষায় অংশ নিতে গেলে তাকে বের করে দেওয়া হয়। তাকে বের করে দেওয়া তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে সমাজবিজ্ঞান অনুষদের তৃতীয় তলায় গিয়ে পরীক্ষার্থীদের হল থেকে বের করে দেয় এবং পরীক্ষা নেওয়ায় বাধা দেন। এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা নিচে নেমে সমাজবিজ্ঞান অনুষদের নিচতলায় ভাংচুর চালায়। পরে পুলিশে তাদের লাঠিচার্জ করে সরিয়ে দিলে তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে জিরো পয়েন্টের দিকে চলে যায়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের নিক্ষিপ্ত ইট-পাটকেলে পাঁচ পুলিশ আহত হন।

বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল কায়সার চবি ছাত্রলীগ নেতা মিজানুর রহমান বিপুলের অনুসারী। মিজানুর রহমান বিপুল চট্টগ্রাম সিটি করপোরেশরেনের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।

পরীক্ষা স্থগিতের ব্যাপারে সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘বহিষ্কৃত এক শিক্ষার্থী  দলবল নিয়ে ঝামেলা সৃষ্টি করায় আজকের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। তবে অন্য পরীক্ষাগুলো নির্ধারিত সময় ও তারিখে অনুষ্ঠিত হবে। স্থগিত পরিক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহমদ জানান, বহিষ্কৃত শিক্ষার্থীর দলবল নিয়ে সাটল ট্রেনের পাঁচটি বগির হোস পাইপ কেটে দিয়েছে। এ ঘটনায় পুলিশ এক জনকে আটক করেছে। তবে সার্বিক পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগরের দেহ থেকে ট্রান্সমিটার অপসারণ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ