X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৭, ২১:১৫আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২১:১৯

 

নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালের নির্বাচনে বিএনপি অংশ না নিলে, বাটি চালান দিয়েও তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তারা যতই দাবি করুক, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আনুষ্ঠানিক নামকরণ ও আইসিইউ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রতি সরকার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম আব্দুর রহিমের নামে দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নামকরণে ঘোষণা দিয়েছিল। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী ওই নামকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে মন্ত্রী মেডিক্যাল কলেজে ১০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক আইসিইউ এর উদ্বোধন করেন।

মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কামরুল আহসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, বিএমএর কেন্দ্রীয় সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, হুইপ ইকবালুর রহিম, হাসপাতালের পরিচালক ডা. সারওয়ার জাহান, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোজাম্মেল হক, মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. কান্তা রায় রিমি, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. বি কে বোস, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. শহিদুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা এম আব্দুর রহিমের পরিবারের পক্ষ থেকে তার দুই মেয়ে ডা. নাদিরা সুলতানা ও নাসিমা সুলতানা এবং মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসিফ শামস ।

স্বাস্থ্যমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘নির্বাচনের মাঠে নামুন রেফারি নির্বাচন কমিশন যে কোনও মূল্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। জনগণ যার পক্ষে রায় দিবেন তিনিই দেশ পরিচালনার দায়িত্ব পাবে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ পরাজয় মেনে নিয়েছে। জনগণের রায় মেনে নেওয়ার মানসিকতা আওয়ামী লীগের আছে। কেউ আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী ২০১৯ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উন্নয়নের জন্য আগামী ৫ বছরে ১০০ কোটি টাকা ব্যয়ে করা হবে। ওই টাকায় কলেজ ও হাসপাতালের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, নার্স ও ইন্টার্ন ডাক্তারদের আবাসন, অডিটোরিয়ামসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ান করা হবে। এছাড়া জেনারেল হাসপাতালের নির্মাণ কাজের জন্য ৫ কোটি টাকা ব্যয় করা হবে।

তিনি বলেন, সারা দেশে ৪০ হাজার নার্স ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে। শিগগিরই ৫ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: বাঁধ পরিদর্শনে গিয়ে আমরা কোনও পিআইসি বা ঠিকাদারকে পাইনি: দুদক পরিচালক

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী