X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সরকারি সমন্বিত দলের হাকালুকি হাওর পরিদর্শন

মৌলভীবাজার প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৭, ০৪:৪৩আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ০৫:৩০


হাকালুকি হাওরের পানিতে ভেসে উঠেছে মরে যাওয়া মাছ
উজান থেকে নেমে আসা ঢলে হাওরে অসময়ে অস্বাভাবিক পানি বৃদ্ধি এবং ধানের চারা পঁচে মাছ মরে ভেসে ওঠার ঘটনা সরেজমিনে পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের একটি সমন্বিত দল। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ মেহেদি হাসানের নেতৃত্বে দলটি বৃহস্পতিবার দিনব্যাপী হাকালুকি হাওর পরিদর্শন করেন এবং স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেন।
কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ মেহেদি হাসান দিনভর এলাকার মৎস্যজীবী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এসময় তার সঙ্গে সমন্বিত দলের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতরের উপ-পরিচালক (রিজার্ভ) মো. রমজান আলী, মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকার্তা আ ক ম শফিক-উজ-জামান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও জুড়িসহ মৎস্য অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীরা।

কিশোরগঞ্জে হাওরে তলিয়ে গেছে হেক্টরের পর হেক্টর জমির ধান
পরিদর্শন শেষে দলটির পক্ষ থেকে কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ  আরও জানান, সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং পানি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে হাওরের অবস্থা প্রায় স্বাভাবিক বলে  প্রতীয়মান হয়েছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বি বলেন, হাকালুকি হাওর তীরের কুলাউড়া উপজেলার ৬টি ইউনিয়নের জন্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০ মেট্রিক টন চাল ও নগদ ৯৫ হাজার টাকা অনুদান ঘোষণা করা হয়েছে। দুই একদিনের মধ্যে সরকারি সাহায্য হাওর পাড়ের মানুষের মধ্যে বিতরণ করা হবে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!