Vision  ad on bangla Tribune

এবার নদীতে মাছের মড়ক

চুয়াডাঙ্গা প্রতিনিধি১২:৫০, এপ্রিল ২১, ২০১৭

মড়ক লাগায় স্থানীয়রা মেতে উঠেছেন মাছ ধরার মহোৎসবেচুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে হঠাৎ করে মাছের মড়ক দেখা দিয়েছে। শুক্রবার সকালে জেলার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা থেকে রঘুনাথপুর ব্রিজ পর্যন্ত নদীতে মাছের মড়ক দেখা দিয়েছে।

খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানসহ উপজেলা মৎস্য কর্মকর্তা-কর্মচারিরা নদীর মড়ক লাগা এলাকা পরিদর্শন করেছেন।

দামুড়হুদা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়ুব আলী ও ফিল্ড অ্যাসিসটেন্ট আব্দুর রাজ্জাক বলেন, হঠাৎ বৃষ্টিতে গ্যাসের উদগিরণ হওয়ায় মাছের মড়ক লাগার কারণ হতে পারে। আবার বৃষ্টি হলে মড়ক কেটে যাবে। আমরা পরীক্ষা করে দেখবো পানিতে কোনও বিষক্রিয়া ঘটেছে কিনা।

এদিকে, এক সময়ের খরস্রোতা নদী শুকিয়ে খালে পরিণত মাথাভাঙ্গা নদীতে হঠাৎ করে শুক্রবার সকালে দেশীয়ও জাতের মাছের মড়ক দেখা দেয়। স্থানীয় নদী তীরবর্তী সাধারণ মানুষ, জেলে নদীতে মাছ ভাসতে দেখে জাল,ঝুড়ি,গামছা,চটজালসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে মাছ ধরার মহাউৎসবে মেতে ওঠে। এ সময় নদীতে বড় ধরনের মাছ ধরা না পড়লেও দেশীয় পুঁটি, ঝায়া, পাকাল, চেং মাছ প্রচুর পরিমাণে ধরা পড়ে।

/বিএল/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ