X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

১০ টাকা কেজি চাল বিতরণে দুর্নীতির অভিযোগ, একজনের ডিলারশিপ বাতিল

সুনামগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৭, ১৩:০৮আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১৩:১০

 

সুনামগঞ্জ সুনামগঞ্জের দিরাইয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০টাকা কেজির চাল বিক্রিতে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরুন ভুইয়া নামে একজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এছাড়া অতিরিক্ত মূল্যে বাজারে চাল ও পণ্য বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন পৃথক ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত ডিলার উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর গ্রামের বিনন্দ ভুইয়ার ছেলে বরুন ভুইয়া। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিলারশিপ বাতিল করে জামানতের ২৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। লৌলারচর গ্রামের বিজন সামন্ত ও শহিদ মিয়া দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মঙ্গলবার (১৮ এপ্রিল) তার বিরোদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে বরুন ভুইয়ার ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত দেন ইউএনও তৌহিদুজ্জামান পাভেল । অপরদিকে বাজারে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায় ৫ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।

অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, চরনারচর ইউনয়নে নিয়োজিত ডিলার বরুন ভুইয়া শুরুতেই দুর্নীতি করে আসছেন। চরনারচর বাজারে ১০ টাকা কেজি চাল বিতরণ করার কথা থাকলেও গত মঙ্গলবার ৬ কিমি দূরের মিলন বাজারে ডিলার বরুন ভুইয়ার ব্যবসা প্রতিষ্ঠানে ৩০ কেজি ওজনের ৮ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় আটক করেন দিরাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনধন চন্দ্র দাস।

বিভিন্ন গ্রামের কার্ডধারী লোকেরা জানান,ডিলার বরুন ভুইয়া খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে প্রতি কার্ডে ৪০ টাকা করে নিয়েছেন।

লৌলারচর গ্রামের কার্ডধারী চম্পা আক্তার জানান, ডিলার তিন মাসে প্রাপ্য ৯০ কেজির মধ্যে ৩০ কেজি চাল দিয়েছে এবং জাহাঙ্গীর আলমকে ৯০ কেজির মধ্যে ৬০ কেজি চাল দিয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় বরুন কুমার ভূইয়ার ডিলারশিপ বাতিল করে জামানত বাজেয়াপ্ত করা হয়।

এদিকে উপজেলার রফিনগর ইউপির বাংলাবাজারে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জন ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। এ সময় সঙ্গে ছিলেন, দিরাই ওসি এলএসডি মনধন চন্দ্র দাস ও নাজির লাল মিয়া।

অপরদিকে দিরাই বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন দিরাই সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ তাহমিনা বেগম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা