Vision  ad on bangla Tribune

সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর ৩ সদস্য নিহত

বরগুনা প্রতিনিধি১৫:৪৭, এপ্রিল ২১, ২০১৭

মোটরসাইকেল দুর্ঘটনাবরগুনার আমতলীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা নৌবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে আমতলীর বান্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নৌবাহিনীর সদস্য ফুয়াদ হোসাইন, আব্দুস সাদেক ও এনামুল।

জানা গেছে, নৌবাহিনীর ওই তিন সদস্য মোটরসাইকেলে খেপুপাড়া যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আল্লাহদান নামক একটি বাস মোটারসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নৌ সদস্য নিহত হন। অন্যজনকে আহত অবস্থায় খেপুপাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ জানান, নৌবাহিনীর সদস্যদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

/বিএল/এমও/ 

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ