X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘রমেলের মৃত্যু স্বাভাবিক নয়’

রাঙামাটি প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৭, ১৯:১৭আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৭:১৭

রমেল চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলা শাখার পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাধারণ সম্পাদক রমেল চাকমার মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি করেছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিল চাকমা। শুক্রবার বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘রমেল যদি অপরাধী হয়ে থাকে আইনের মাধ্যমে তার বিচার হোক। কিন্তু তা করা হয়নি। তাকে মেরে ফেলা হয়েছে। আমরা এর বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।'
এদিকে শুক্রবার দুপুরে নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্বহাতিমারা গ্রামে পরিবারের সদস্যদের উপস্থিতিতে রমেলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতালে রমেল মারা যান। পরে পুলিশ হেফাজতে লাশটি বুড়িঘাটে রাত ৮টায় পৌঁছায়। তখন খুব বৃষ্টি হচ্ছিল। তাই বাধ্য হয়ে লাশটি বুড়িঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার বাবুলের দোকানে রাখা হয়। পরে শুক্রবার সকালে লাশটি রমেলের গ্রামের বাড়ি পূর্বহাতিমারা নিয়ে দুপুরে দাহ করা হয়। সেখানে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

৬নং ওয়ার্ডের মেম্বার মো. শফিকুল ইসলাম বলেন, ‘রাতে বৃষ্টি থাকার কারণে লাশটি আর গ্রামে আনা সম্ভব হয়নি। শুক্রবার সকালে তার গ্রামের বাড়ি পূর্বহাতিমারা নিয়ে দুপুরে পরিবারের কিছু সদস্য নিয়ে দাহ কাজ সম্পন্ন করা হয়েছে।’
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, ‘আমরা ময়না তদন্ত শেষে রমেল চাকমার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য বুড়িঘাট পর্যন্ত নিয়ে যাই। কিন্তু প্রচুর বৃষ্টি থাকার কারণে আমরা তার গ্রামের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারিনি। তবে রমেল চাকমার লাশ যারা চট্টগ্রাম থেকে নিয়ে আসে তাদের কাছে বুঝিয়ে দিয়ে আমরা চলে আসি।’
এদিকে রমেল চাকমার মৃত্যুতে রাঙামাটি ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে আগামী রবিবার (২৩ এপ্রিল) রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও বুধবার (২৬ এপ্রিল) নানিয়ারচর বাজার বয়কট কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, দুটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় গত ৫ এপ্রিল নানিয়ারচর বাজার থেকে রমেল চাকমাকে আটক করে নিরাপত্তা বাহিনী। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমেল নিজেকে ট্রাকে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত বলে স্বীকার করে। এদিকে আটকের পর নানিয়ারচর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। এ সময় রমেল চাকমা বুকে ব্যথা অনুভবের কথা জানান পুলিশকে। ৬ এপ্রিল পুলিশ তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার ১৯ এপ্রিল তিনি মারা যান।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!