behind the news
Vision  ad on bangla Tribune

বরগুনায় নৌকা ডুবে পর্যটক নিখোঁজ

বরগুনা প্রতিনিধি০১:১০, এপ্রিল ২২, ২০১৭

বরগুনাবরগুনার বিষখালী নদীর টুলুরচরে নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তার নাম শাকিল জোবায়ের খান টুটুল (৩৭)। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শাকিল জোবায়ের খান টুটুলের বাড়ি ঢাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, টুটুল বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচুটকি এলাকায় ভগ্নিপতি আবু ইউসুফ মো. সরোয়ারের বাড়িতে বেড়াতে আসেন। আবু ইউসুফ সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিক্ষা অফিসার পদে কর্মরত আছেন।

আবু ইউসুফ মো. সরোয়ার জানান, বিষখালী নদীর মাঝে টুলুরচর ঘুরে দেখার জন্য টুটুল ও তার স্ত্রী নৌকায় করে সেখানে যাচ্ছিলেন। এ সময় নদীর মধ্যে হঠাৎ বাতাসে নৌকা উল্টে গেলে নৌকার মাঝি টুটুলের স্ত্রীকে উদ্ধার করে। তবে টুটুল সাঁতার না জানার কারণে সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে বরগুনা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং পাথরঘাটা থেকে কোস্টগার্ডের উদ্ধারকারী দল উদ্ধারের জন্য চেষ্টা করে।

পাথরঘাটা কোস্টগার্ডের কমান্ডার লে. হাসানুর রহমনা জানান, খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিসেরর ডুবুরি দল, কোস্টগার্ড ও স্থানীরা মিলে নিখোঁজ টুটুলকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

/এমডিপি/

 

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ