Vision  ad on bangla Tribune

হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ৩ শতাধিক ঘর-বাড়ি লণ্ডভণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি০২:২৩, এপ্রিল ২২, ২০১৭

হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে সদর উপজেলাসহ জেলার বেশ কয়েকটি গ্রামের প্রায় ৩ শতাধিক ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। এ অবস্থায় এসব এলাকার মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর থেকে শুরু হওয়া ঝড় সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে হবিগঞ্জ সদর উপজেলার শুকরীপাড়া, নিতাইরছক, পুর্ব কাটাখালী, কালার ছক, বলায়ের ছক, শরিফপুর ও দরিয়াপুর, বানিয়াচং উপজেলার মুরাদপুর ও নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের ওপর দিয়ে বয়ে যায়। এতে প্রায় ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড  হয়ে যায় এবং ওপরে পড়ে কয়েক হাজার গাছপালা। আর ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে পড়ায় গ্রামগুলো বিদুৎ বিছিন্ন হয়ে পড়েছে।

এদিকে, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে ২ বান করে ঢেউটিন, নগদ ২ হাজার টাকা ও ১০ কেজি করে চাল বিতরণ করেন।

এ ব্যাপারে অধিকাংশ ক্ষতিগ্রস্তরা জানান, এত অল্প সাহায্যে তাদের কিছু হবে না।

/এমডিপি/

 

 

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ