X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বখাটে শাহিন ও তার বাবা-মা পলাতক, মুনিশার দাফন সম্পন্ন

জয়পুরহাট প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৭, ১৬:৩০আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৬:৩৪

বখাটে শাহিন ও তার বাবা-মা পলাতক, মুনিশার দাফন সম্পন্ন

 জয়পুরহাটের কালাই উপজেলার উৎরাইল গ্রামের কলেজ ছাত্রী মুনিশার আত্মহত্যার ঘটনায় করা মামলার আসামি শাহিন ও তার বাবা-মা বাড়ি ছেড়ে পালিয়েছেন। ময়না তদন্ত শেষে মুনিশাকে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাদের বাড়িতে তালা ঝুলছে বলে পুলিশ জানিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে , মুনিশাকে প্রতিবেশি বখাটে ও এক সন্তানের বাবা শাহিন উত্ত্যক্ত করতো।  শাহিন শুধু মুনিশাকেই নয় তার বড় মুক্তাসহ গ্রামে অন্য মেয়েদেরও উত্ত্যক্ত করতো। শাহিনের অত্যাচারে মুনিশার বড় বোন মুক্তাকে পড়ালেখা শেষ হওয়ার আগেই বিয়ে দিয়ে দিতে বাধ্য হন তার বাবা-মা। মুক্তা বর্তমানে শ্বশুরবাড়ি থেকে কালাই মহিলা কলেজে অনার্স পড়ছে। মুক্তা বখটে শাহিনের হাত থেকে রক্ষা পেলেও মুনিশা অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মুনিশার মৃত্যুর পর শাহিন এবং তার বাবা-মা পালিয়ে গেছেন। পুলিশ কয়েক দফা চেষ্টা চালিয়েও তাদের গ্রেফতার করতে পারেনি। 

মুনিশার বাবা মোজাহার হোসেন জানান, তার ছোট মেয়ে মুনিশা পড়ালেখায় খুব মেধাবি ছিলেন। এসএসসিতে জিপিএ ৫ পেলেও অর্থাভাবের কারণে ভালো কলেজে ভর্তি করাতে পারেননি। স্থানীয় নান্দাইলদিঘী কলেজে ভর্তি করে দিয়েছিলেন। মুনিশাকে উত্ত্যক্তের বিষয়টির শাহিনের বাবা-মাসহ গ্রামের মুরুব্বিদের তিনি জানিয়েছিলেন। কিন্তু কোনও প্রতিকার পাওয়া যায়নি। এতে বখাটে শাহিনের উৎপাত আরও বেড়ে যায়। আর এই অপমান সহ্য করতে না পেরে মুনিশা আত্মহত্যা করেছে। মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে তিনি শাহিন এবং তার বাবা-মা’র উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

কলেজের অধ্যক্ষ সামছুল ইসলাম জানান, মুনিশা তার কলেজে বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীতে অধ্যয়ন করতো। সে খুব মেধাবী হওয়ায় শিক্ষকরা সবাই তাকে ভালবাসতো। তাকে উত্ত্যক্তের বিষয়টি তাদের জানা ছিল না। জানতে পারলে হয়তো মুনিশাকে এভাবে জীবন দিতে হতো না।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালাই থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান জানান, মামলা দায়েরের পর থেকে শাহিন এবং তার বাবা-মাকে গ্রেফতারের চেষ্টা চলেছে। তাদের বাড়িতে এখন তালা ঝুলছে। পুলিশ তাদের গ্রেফতারে সর্বশক্তি নিয়োগ করেছে। 

কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন বলেন, ‘মুনিশার আত্মহত্যার বিষয়টি খুবই দুঃখজনক। আমরা চাই এর উপযুক্ত বিচার হোক। ’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জয়পুরহাটের কালাই উপজেলার উৎরাইল গ্রামের মোজাহার হোসেনের বাড়িতে তার মেয়ে কলেজ ছাত্রী মুনিশাকে একা পেয়ে  শ্লীলতাহানীর চেষ্টা করে প্রতিবেশি যুবক শাহিন। পরে লজ্জা এবং অপমানে মুনিশা ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ওই রাতে আত্মহত্যা করে। এ ঘটনায় মুনিশার বাবা বখাটে শাহিনসহ তার বাবা মন্টু মিয়া ও মা ফাহিমা বেগমকে আসামি করে কালাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: সাগরে নিম্নচাপ: ৬৫ ফুটের নিচে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা পটুয়াখালীতে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী