X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দলের নেতাকর্মীদের শোধরানোর আহ্বান ওবায়দুল কাদেরের

চট্টগ্রাম ব্যুরো
২২ এপ্রিল ২০১৭, ২০:০৪আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ২০:০৪

চট্টগ্রামের পাঁচলাইশের এক কমিউনিটি সেন্টারে প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ছবি- ফোকাস বাংলা)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে তাদের আগামী সাধারণ নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না। সুতরাং তাদের এখনই শোধরানোর সময়।’

শনিবার (২২ এপ্রিল) চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত নগরের পাঁচলাইশে একটি কমিউনিটি সেন্টারে এই প্রতিনিধি সম্মেলন হয়।

তিনি বলেন, ‘দল বা দলের প্রতিনিধিদের প্রকাশ্যে সমালোচনা করবেন না। এর পরিবর্তে দলের সভায় সমস্যা নিয়ে আলোচনা করুন।’ এসময় দলের নেতাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলে ছাত্রলীগকে ব্যবহার না করার আহবান জানান তিনি।

ছাত্রলীগকে বিরক্তিকর আচরণ পরিহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বিরক্তিকর আচরণ দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করা উচিত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যথা সময়েই আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই।’

তিনি বলেন, ‘বিএনপি বেপরোয়া ড্রাইভারের মতো বেপরোয়া রাজনীতিক হয়ে দুর্ঘটনা ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। কখন যে কী ঘটিয়ে ফেলে, বলা যায় না।’

জঙ্গিবাদে বিএনপি মদদ দিচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘দলের ওপর কোনও নিয়ন্ত্রণ নেই বিএনপি নেতাদের। আগামী নির্বাচনে অংশ না নিলে তাদের অস্তিত্বই থাকবে না।’

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী সভাপতিমণ্ডলীর সদস্য ও মন্ত্রী মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। প্রমুখ এই কর্মী সমাবেশে বক্তব্য রাখেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী