X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রবল বর্ষণে লক্ষ্মীপুরে রবি ফসলের ব্যাপক ক্ষতি

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৭, ০৩:০৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ০৩:০৩
image

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে প্রবল বৃষ্টিতে ডুবে নষ্ট হয়ে গেছে নি¤œাঞ্চলের সাড়ে ৩ হাজার হেক্টর জমির রবি ফসল। নষ্ট হয়েছে সয়াবিন, বাদাম, মরিচ, ডাল জাতীয় ফসলসহ রবিশস্য। বুধ থেকে শনিবারের প্রবল বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমে নষ্ট হয়েছে এসব ফসল। কৃষকরা বলছেন, এবার লোকসানই গুনতে হবে তাদের। তবে ফসলী জমিতে জমে থাকা পানি দ্রুত বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ।

লক্ষ্মীপুর কৃষি অধিদফতরের তথ্য মতে, জেলার কয়েক হাজার হেক্টর জমির রবি ফসল বৃষ্টির পানিতে ডুবে গেছে। এর মধ্যে রয়েছে বোর ধান, সয়াবিন, বাদাম, মরিচ, ডাল জাতীয় ফসলসহ রবিশস্য।

খোঁজ নিয়ে জানা যায়, টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সদর উপজেলা ভবানীগঞ্জ, তোরাবগঞ্জ, পেয়ারাপুর নিন্মাঞ্চলের ফসলি মাঠ। এতে সব হারিয়ে হতাশা পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। আর তাদের লোকসান গুণতে হবে লাখ লাখ টাকা। এ লোকসানের ভর্তুকির দাবি কৃষকদের।

সরেজমিনে সদর উপজেলার ভবানীগঞ্জ মিয়ার বেড়ী এলাকায় গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ সয়াবিনের ক্ষেত বৃষ্টির পানির ডুবে গেছে। নষ্ট হয়েছে সয়াবিন। কৃষকরা ফসল রক্ষায় পাম্প মেশিন বসিয়ে পানি নিষ্কাশন করছে। আবার কোথাও কোথাও কৃষক হাত দিয়ে জমি থেকে পানি সরানোর চেষ্ট করছে।

চরমনসা গ্রামের সয়াবিন চাষী সালাহ উদ্দিন মোল্লা জানান, স্থানীয় সমিতি থেকে ঋণ নিয়ে দুই কানি জমিতে সয়াবিনের আবাদ করেছেন। সয়াবিনের বাম্পার ফলনের আশায়। কিন্তু প্রবল বৃষ্টির কারণে তার ক্ষেত পানির নিচে তলি সয়াবিন নষ্ট হয়ে যাচ্ছে। এতে দিশেহারা তিনি।

কয়েকজন কৃষক জানায়, প্রবল বৃষ্টির কারণে তাদের কৃষি আবাদ জমি নষ্ট হয়ে গেছে। এতে তাদের লাভের তুলনায় লোকসানই বেশি হবে।

লক্ষ্মীপুর জেলা কৃষি অফিসের উপ-কৃষি কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, যেসব জমিতে বৃষ্টির পানি জমে আছে। ওই সকল জমির জমানো পানি দ্রুত বের করে দেওয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তারা পরামর্শ দিচ্ছেন। তাছাড়া যেসকল জমিতে বোরধান ৮০ ভাগ ফাকা শুরু হয়েছে, সেসব ধান দ্রুত কেটে পেলার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে অনেকটা লোকসানের হাত থেকে রক্ষা পাবে কৃষক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা বলেন, প্রবল বৃষ্টিতে ক্ষেতে ফসল নষ্ট হচ্ছে। ক্ষেত থেকে পানি সরিয়ে দিতে কৃষকদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পরামর্শ দিচ্ছেন।

/এমএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী