X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মন্ত্রীর অনুষ্ঠান: ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষোভ, ওসি আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৭, ০৯:১৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৬:১৫

 

ব্রাহ্মণবাড়িয়া

 

 

প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক জেলার বিজয়নগরে প্রাণিসম্পদ কার্যালয় উদ্বোধনের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। এসময় নেতাকর্মীরা ১৪৪ ধারা ভঙ্গ নতুন কার্যালয়ের ২০০ গজের মধ্যে অবস্থান নেন।  রবিবার দুপুর ১টার দিকে বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের গেরাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মন্ত্রীর নিরাপত্তার জন্য প্রাণিসম্পদ কার্যালয়ের ছাদসহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নেয়।

বিক্ষোভ প্রদর্শনের সময় নেতাকর্মীরা কালো পতাকা নিয়ে মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক স্লোগান দেয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যরা তাদেরকে ঘিরে রেখেছিল।

প্রাণী সম্পদ কার্যালয় উদ্বোধনের সময় মন্ত্রী ছায়েদুল হক বলেন,‘সন্ত্রাসীরা অনুষ্ঠান
বানচালের চেষ্টা করেছে। তারা নাম ফলক ভেঙে দিয়েছে। তবে প্রশাসনের ভূমিকার কারণে সুন্দরভাবে তা শেষ হয়েছে। প্রাণীসম্পদ ভবন কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটা থেকে সাধারণ মানুষই উপকৃত হবে।’

এসময় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আইন-শৃঙ্খলা বাহীনির নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে গাড়িবহর নিয়ে প্রাণিসম্পদ কার্যালয়ে ঢুকার সময় নেতাকর্মীরা মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। নেতাকর্মীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে নবীনগর থানার ওসি মো. ইমতিয়াজ আহাম্মেদ গুরুতর আহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, মন্ত্রীর আগমন উপলক্ষে সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা ১৪৪ ধারা ভঙ্গ করে চান্দুরাসহ একাধিক স্থানে অবস্থান নেন। দুপুরে মন্ত্রী ওই এলাকা দিয়ে যাওয়া সময় জুতা মিছিল নিয়ে এগিয়ে আসার সময় পুলিশ বাধা দিলে তারা ইট-পাটকেল ছুড়ে। এসময় দায়িত্ব পালনরত অবস্থায় নবীনগর থানার ওসি মো. ইমতিয়াজ আহাম্মেদ আহত হন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভেকেট ছায়েদুল হক রবিবার (২৩ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নবনির্মিত উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধনসহ করেন। এছাড়াও সমাবেশ করার কথা ছিল। এতে  ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আমন্ত্রণ না জানানোয় গত বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম ভূঁইয়া মন্ত্রী ছায়েদুল হকের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। পরে ওই দিন বিকালেই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো রবিবার বিজয়নগরে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়। শুক্রবার দুপুরে বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর ও কার্যালয় ভাঙচুর করে দুর্বৃত্তরা। তারা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নামফলকও ভেঙে দেয়।

/জেবি/

আরও পড়ুন- 

আ. লীগে কোন্দল নিরসনের মিশন, সুফল নিয়ে সন্দিহান
রানা প্লাজার নিখোঁজ শ্রমিকদের সন্ধান মেলেনি আজও

সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা