X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৭, ১০:২২আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১০:৫২

গাইবান্ধা জেলা গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে বড় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মোসলেম উদ্দিন প্রধান (৬৫) নিহত হয়েছেন। রবিবার সকাল পৌনে ৮টার দিকে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। মোসলেম উদ্দিন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামের মৃত আব্দুল প্রধানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বাড়ীর ভিটায় টিউবয়েলের পানি ও রান্নার চুলার ধোয়া নিয়ে মোসলেম উদ্দিনের সঙ্গে চাচাতো ভাই জোবেদ আলীর বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার সকালে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ড শুরু হয়। এ সময় জোবেদ আলী ও তার ছেলে আনারুল হক এবং মোনারুল হক মোসলেম উদ্দিনকে মারপিট করে। এক পর্যায়ে জোবেদ আলী হাতে থাকা লাঠি দিয়ে মোসলেম উদ্দিনকে আঘাত করেন। এতে মোসলেম উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে, এ ঘটনার পরপরই জোবেদ আলী ও তার ছেলে আনারুল এবং মোনারুল হক বাড়িতে তালা দিয়ে পালিয়ে যান। 

গাইবান্ধা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. রেজিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!