X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

প্রাণিসম্পদ কেন্দ্র উদ্বোধন: মন্ত্রী ও আ.লীগ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৭, ১৮:৪৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ২৩:২২


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৪৪ ধারা জারি (ছবি: ফোকাস বাংলা)  প্রশাসনের ১৪৪ ধারা আর নেতাকর্মীদের হরতালের  মধ্যে দিয়েই উদ্বোধন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র। রবিবার (২৩ এপ্রিল) দুপুরে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী এ কেন্দ্রের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক। তবে কোনও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়নি। 

এর আগে, বেলা পোনে ১টার দিকে মন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে আখাউড়া-চান্দুরা সড়কে ঢুকেন। মন্ত্রী ওই এলাকা দিয়ে যাওয়া সময় জুতা মিছিল নিয়ে এগিয়ে আসে কিছু মানুষ। পুলিশ তাদের বাধা দিলে তারা ইট-পাটকেল ছুড়ে। এসময় বিক্ষোভকারীদের ইটের আঘাতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ আহত হন। রবিবার জেলা সদর, বিজয়নগর, সরাইল ও আশুগঞ্জ এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। মন্ত্রীর আগমনে বিজয়নগর উপজেলায় আইন শৃঙ্খলাবাহিনীর অন্তত পাঁচ শতাধিক সদস্য মোতায়েন করা হয়। পরে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে মন্ত্রী প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্বোধন করেন।

এর আগে, সকালে চান্দুরা ও সিঙ্গারবিল এলাকায় গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দেয় হরতাল সমর্থনকারীরা। পরে পুলিশ এসে চান্দুরার ব্যারিকেড তুলে নেয়। অন্যদিকে বিক্ষোভকারীরাই সিঙ্গারবিলের ব্যারিকেড সরিয়ে নেয়। উদ্ভূত পরিস্থিতির কারণে সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত আখাউড়া-চান্দুরা সড়কে যান চলাচল বন্ধ ছিল।

এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বিকালে সাংবাদিকদের বলেন, ‘আমরা অপেক্ষায় ছিলাম তিনি (মন্ত্রী) ভবনটি উদ্বোধন করতে আসবেন। কিন্তু তিনি শুধু আমাকে নয় জেলা, উপজেলা আওয়ামী লীগ এমনকি উপজেলা পরিষদকে না জানিয়েই এখানে এসেছেন। যে কারণে কোনও নেতাকর্মী তার সঙ্গে ছিলেন না। আমার সঙ্গে ব্যক্তিগত কোনও সমস্যা থাকলে আমাকে না বলতেন। কিন্তু তিনি তো দলের কাউকেই এ বিষয়ে কিছু জানাননি।
অন্যদিকে প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন নিয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের কঠোর সমালোচনা করে বলেন, সন্ত্রাসীরা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু প্রশাসনের কারণে তারা পারেনি। সরকারি কার্যালয় কারা ভেঙেছে তা  খুঁজে বের করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়াসহ সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেওয়ার পর বেলা আড়াইটার দিকে মন্ত্রী ফিরে যান। মন্ত্রী ফিরে যাওয়ার পর পরই প্রাণিসম্পদ কার্যালয়ের পিছনে একটি এবং এর একটু দূরে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। 

এদিকে শুক্রবার দুপুরে প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র ভাঙচুরের ঘটনায় গত শনিবার রাতে বিজয়নগর থানায় মামলা হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা মো. লুৎফুর রহমানের দায়ের করা মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে বলে বিজয়নগর থানার ওসি মো. আলী আরশাদ নিশ্চিত করেছেন।

/জেবি/


আরও পড়তে পারেন: মন্ত্রীর অনুষ্ঠান: ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষোভ, ওসি আহত



 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল