X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রী মুনমুনকে ধর্ষণ ও হত্যার পর শীতলক্ষ্যায় ফেলে দেয় ৫ যুবক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ০৪:০৮আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ০৪:১০

নারায়ণগঞ্জ এক ট্রলারচালকের সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওই চালকসহ ৫ বন্ধু মিলে স্কুলছাত্রী মুনমুনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যায় লাশ ফেলে দেওয়া হয়। রবিবার (২৩ এপ্রিল) বিকালে ধর্ষণে জড়িত রাসেল মিয়া নামে একজন নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানান।

রবিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবিরের আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে আদালতে রাসেলের জবানবন্দি রেকর্ড করা হয়।

গত ১৮ এপ্রিল বিকালে সিদ্ধিরগঞ্জের দুই নং ঢাকেশ্বরী মীরপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে মুনমুনের লাশ উদ্ধার করে পুলিশ। শুরুতে অজ্ঞাত থাকলেও পরদিন নিহতের পরিবার লাশ শনাক্ত করেন।

মুনমুন আক্তার জেলার বন্দর চৌরাপাড়া এলাকার জাবেদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া সবজি বিক্রেতা মজনু শেখের ছোট মেয়ে। সে বন্দর উপজেলার কাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ‘নদী থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধারের পর প্রথমে পরিচয় না পাওয়ায় এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় তদন্তের দায়িত্ব পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাসেল ও তার বন্ধু নেছার আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার দায় স্বীকার করে। তাদের মধ্যে ট্রলার চালক রাসেল মিয়া ১৬৪ ধারায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। আর রাসেলের বন্ধু নেছার আলীকে আদালত থেকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।’

পুলিশ সূত্রে জানা গেছে, ২নং ঢাকেশ্বরী মীরপাড়া এলাকার আমিরুলের ছেলে রাসেল মিয়া (২৫) সিদ্ধিরগঞ্জে চিত্তরঞ্জন ঘাটের ট্রলার চালক। সম্প্রতি নদীতে ট্রলার চালাতে গিয়ে মুনমুনের সঙ্গে রাসেলের পরিচয় হয়। এরপর প্রায় সময় মুনমুনকে ট্রলারে নিয়ে ঘুরতো রাসেল। গত ১৭ এপ্রিল ঘটনার দিন রাসেলের কথা বলে নেছার আলী বাসা থেকে মুনমুনকে চিত্তরঞ্জন ঘাটে ডেকে আনে। এরপর একটি নৌকায় ৫ বন্ধুসহ মুনমুনকে উঠিয়ে শীতলক্ষ্যা নদীর মাঝখানে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। ধর্ষণের সময় মুনমুন জ্ঞান হারিয়ে ফেলে। পরে ধর্ষণ শেষে সবাই মিলে মুনমুনকে শ্বাসরোধে হত্যা করে। এরপর মাঝনদীতে মুনমুনের লাশ ফেলে দেওয়া হয়। পরে ১৮ এপ্রিল বিকালে ২নং ঢাকাশ্বরী মীরপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে মুনমুনের লাশ উদ্ধার করে পুলিশ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া