X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে প্রকাশ্যে দুই প্রকৌশলীকে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ০৮:৪২আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ০৮:৪৬

নাটোর নাটোর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের দুই প্রকৌশলীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার হালসা ফুলসড় এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আবু সাইদ (৩১) এবং নলডাঙ্গা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা (৩৬)।

নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতরা জানান, ‘শহীদ মিয়াজি কন্সট্রাকশনের ঠিকাদার যুবলীগ নেতা মিলন হোসেন পারহালসা এলাকায় একটি ব্রিজের কাজ করছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মাণাধীন ওই ব্রিজের ঢালাই কাজ দেখতে আমরা রবিবার বিকেলে সেখানে গিয়েছিলাম। পরে মোটরসাইকেলে করে নাটোরে ফিরছিলাম। এ সময় ফুলসড় এলাকার আবুল খায়ের কলেজের সামনে কয়েকজন যুবক আমাদের থামতে বলে। আমরা তাদের কথা না শুনে নাটোরের দিকে এগিয়ে যেতে থাকি। এ সময় একটি মোটরসাইকেলে তিন যুবক পিছন থেকে এসে আমাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আরিফ মোহাম্মাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছি। তবে কী কারণে তাদের কুপিয়ে জখম করা হয়েছে তা পরিষ্কার নয়।’

সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা বলেন, ‘এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘অভিযোগ পেলে দোষীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!