X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ: আরও তিন আসামি কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ০৯:৩৭আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ০৯:৪১

কুমিল্লায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ: আরও তিন আসামি কারাগারে কুমিল্লার মুরাদনগর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় আরও তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে আসামিদের কুমিল্লার ৮ নম্বর আমলী আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া একই মামলায় গ্রেফতার অপর ২ আসামি গত শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ‘এ ঘটনার এজাহারনামীয় আসামি রহিমপুর গ্রামের মৃত নব আলী ওরফে আড়াই মিয়ার ছেলে আলা উদ্দিন (৩৫), বাতেন মিয়ার ছেলে শাহ আলম (৩২) ও রৌশন মিয়ার ছেলে আবু মুছা (২৭) রবিবার দুপুরে কুমিল্লার ৮ নম্বর আমলী আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করে। তখন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহাদ বিন আমিন চৌধুরী তাদেরকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

এ দিকে এজহার নামীয় অপর আসামি আনিস মিয়া (২৯) ও খোকন মিয়াকে (৪৫) শনিবার দুপুরে কুমিল্লার আদালতে হাজির করা হয়। তখন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার সুমির কাছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কুমিল্লার ৮ নম্বর আমলী আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহাদ বিন আমিন চৌধুরী গত বৃহস্পতিবার আসামিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড থাকাকালে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে জানান।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ফারুক মিয়া(২৯) ও সাইদুল হোসেন(২২) নামের দুই যুবক নিহত হন। আওয়ামী লীগের দুই গ্রুপই সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের অনুসারী।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও