X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রংপুর জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা

রংপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ১০:২২আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১০:২৫

ছাত্রদল দীর্ঘ ১০  বছর পর রংপুর জেলা ও মহানগর ছাত্রদল কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে এ কমিটি ঘোষণা করা হয়। জেলা ছাত্রদলের কমিটিতে মনিরুজ্জামান হিজবুলকে সভাপতি, শরীফুজ্জামান জোহাকে সাধারণ সম্পাদক ও ইয়াসির আরাফাত জীবনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আর মহানগর কমিটিতে নুর হোসেন সুমনকে সভাপতি, জাকারিয়া জিমকে সাধারণ সম্পাদক ও আসাদুজ্জামান রাজিবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এদিকে, ঘোষিত কমিটিতে ত্যাগী ও দলের জন্য নিবেদিত কর্মীদের মূল্যায়ন না করায় জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটির বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন। ফলে ছাত্রদল নেতা কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তাদের অভিযোগ যারা দীর্ঘ দিন ধরে আন্দোলনে সংগ্রামে অংশ নিয়ে, জেল জুলুম গ্রেফতার নির্যাতন সহ্য করে এবং দলের কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়া অনেক নেতা কর্মীকে যথাযথ মূল্যায়ন করা হয়নি।

পদত্যাগকারীদের মধ্যে আছেন- নব গঠিত জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাহবুব হোসেন সুমন, যুগ্ন সম্পাদক মুনতাসির মুন্না, আব্দুল্লা আল ইমরান সুজন এবং মহানগর ছাত্রদলের নব গঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ মুকুট, সহ-সভাপতি নোমান হাসান , যুগ্ন সম্পাদক ইমরান হাসান, সহ-সভাপতি ওয়াহিদ মুরাদ।

এ ব্যাপারে নব গঠিত জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন সুমন ও মহানগর কমিটির সহ-সভাপতি নোমান হাসান বাংলা ট্রিবিউনকে জানান, ‘জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক করা হয়েছে নুর হোসেন সুমন। যিনি কখনই ছাত্রদলের কোনও মিছিলে মিটিংয়ে বা আন্দোলন সংগ্রামে ছিলেন না। তিনি দীর্ঘ দিন ধরে ঢাকায় থাকেন। এ ছাড়া তার পিতা জাতীয় পার্টি ও ভাই ছাত্রলীগের নেতা। তাকে কীভাবে ছাত্রদলের জেলা কমিটির সাধারণ সম্পাদক করা হলো তা বুঝতে পারছি না।’

একইভাবে মহানগর ছাত্রদলের নব গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রাজিব ছাত্র দলের কোনও আন্দোলন সংগ্রামে ছিলেন না। প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম তমালকে কেউ চেনেন না বলেও তাদের অভিযোগ।

ছাত্রদল নেতাদের অভিযোগ, অনেক গুরুত্বপূর্ণ পদে অপরিচিতি ব্যক্তিদের ছাত্রদলের নেতা বানিয়ে দেওয়া হয়েছে। অথচ যারা দলের জন্য জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে এখনও দলের জন্য কাজ করছেন তাদের কোনও মূল্যায়ন করা হয়নি।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া