X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হাকালুকি হাওরে ৯৫ কোটি টাকার ধান নষ্ট

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ০৯:১৪আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ০৯:১৪

হাকালুকি হাওরে ৯৫ কোটি টাকার ধান নষ্ট মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় ভারী  বৃষ্টি ও   পাহাড়ি ঢলে হাকালুকি হাওরের প্রায় ৯৫ কোটি টাকার বোরো ধান তলিয়ে গেছে। তিন উপজেলার কৃষি বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অভিযোগ আছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে জুড়ী নদীর নাব্য হ্রাস ও এর শাখা নদীর মোহনা পুনঃখননের কাজ যথাযথভাবে না হওয়ায় হাওর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

তিন উপজেলার  কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুলাউড়ায় ৬ হাজার ৫৫০, জুড়ীতে ৫ হাজার ৪৭০ এবং বড়লেখায় ৪ হাজার ৩৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়।  গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত তিন উপজেলায় ভারী বৃষ্টি হয়। ফলে পাহাড়ি ঢলে কুলাউড়ায় ৪ হাজার ৫০০ হেক্টর, জুড়ীতে ৪ হাজার ৭৫০ হেক্টর এবং বড়লেখায় ৩ হাজার ৬৮৫ হেক্টর জমির কাঁচা ও আধা পাকা বোরো ধান পানিতে ডুবে পচে গেছে। এতে  কুলাউড়ায় ৩৭ কোটি ৫০ লাখ, জুড়ীতে ৩৫ কোটি ৭১ লাখ ও বড়লেখায় ২১ কোটি ৭৫ লাখ টাকার ধান নষ্ট হয়েছে। আর  তিন উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় ২৬ হাজার।

হাকালুকি হাওরে ৯৫ কোটি টাকার ধান নষ্ট কৃষি সম্প্রসারণ অধিদফতরের মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক মো. শাহজাহান সোমবার   বলেন, ‘ক্ষতির তথ্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়ে এখনও কোনও বরাদ্দ মেলেনি।’

এলাকাবাসী ও পাউবোর কর্মকর্তারা জানান, বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি জুড়ীর মূল ও শাখানদী দিয়ে কুশিয়ারায় গিয়ে পড়ে। একদিকে পলিতে ভরাট হয়ে যাওয়ায় জুড়ী এবং এর শাখানদীর নাব্যতা কমে গেছে। এছাড়া ২০০৪ সালে পাউবোর সিলেট কার্যালয় জুড়ী নদীর শাখার মোহনায় বুড়িকিয়ারি বিলে প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি উঁচু মাটির বাঁধ নির্মাণ, মূল নদীর মোহনার পাশে স্থাপিত দুটি ইটভাটার খোয়া ফেলে রাখা ও ফেঞ্চুগঞ্জে জুড়ী নদীর মোহনায় বাঁধ নির্মাণের ফলে পানিনিষ্কাশ পথ সরু হয়ে গেছে।

পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী বলেন, ‘জুড়ী ও বড়লেখার সোনাই নদ পুনঃখননের ব্যাপারে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রাথমিক কাজও শুরু হয়ে গেছে।’

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি