X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘যা হওয়ার হয়েছে, এ নিয়ে সালিশ আইন সম্মত না’

বগুড়া প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ১২:২৭আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১২:৩১

নিহত সুমির পরিবার

বগুড়ার শিবগঞ্জে বখাটে খোকন মালীর কাছে যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করে নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া আকতার সুমি (১৪)। এ ঘটনার পর সুমির অভিভাবক আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করলে এলাকার প্রভাবশালীদের বাধায় তা করতে পারেননি। খোকনের পরিবারকে ৭০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করতে চাইছেন তারা। মাতব্বররা ওই ছাত্রীর অভিভাবককে বলছেন, ‘যা হওয়ার তা হয়েছে। এ নিয়ে সালিশ আইন সম্মত নয়।’

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার দেহড়াপাড়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের মেয়ে সুমি। স্থানীয় ত্রিমোহনী হাট উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো সে। গত ৫-৬ মাস ধরে স্কুলে যাতায়াতের পথে পার্শ্ববর্তী বালিহারা গ্রামের যুধিষ্ঠির মালীর ছেলে খোকন তাকে উত্ত্যক্ত করতো।

সুমির মা মিনারা বিবি জানান, উত্ত্যক্ত করার ঘটনা সুমি তাকে জানিয়েছিল। গত বছর জেএসসি পরীক্ষার আগে স্কুল থেকে ফেরার পথে খোকন তার মেয়েকে অপহরণ করে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নশিরপুর গ্রামে খালার বাড়িতে নিয়ে যায়। ওইদিনই তারা গিয়ে সুমিকে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সোবাহান, মাতব্বর টুকু হাজী, আবদুল জলিল, আবু সাঈদ ও মোকারমকে জানালে তারা ১০ দিন পর সালিশ বসায়। সেখানে খোকনকে বেত্রাঘাত করে এবং সুমির বিয়ে না হওয়া পর্যন্ত খোকনকে অন্যত্র রাখতে তার পরিবারকে নির্দেশ দেয়। সেদিন মাতব্বররা খোকনের পরিবারের কাছ থেকে ৩৬ হাজার টাকা নিয়ে তা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেন। এরপরও খোকন সুযোগ পেলেই সুমিকে উত্ত্যক্ত করতো। বিষয়টি মাতব্বর টুকু হাজীকে জানালেও তিনি কোনও ব্যবস্থা নেয়নি।

তিনি আরও জানান, ৩০ মার্চ বেলা ১টার দিকে সুমি স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মোড়াইল ত্রিমোহনী এলাকায় পৌঁছালে খোকন তাকে যৌন হয়রানি করে। সুমি বাড়িতে ফিরে বিষয়টি জানায়। বিকালে এ ব্যাপারে আবারও মাতব্বর টুকু হাজীকে জানালে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সুমির মায়ের দাবি, ‘লোকলজ্জার ভয়ে আমার মেয়ে শুক্রবার (৩১ মার্চ) ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।’  

ঘটনার দুইদিন পর পর মাতব্বররা সালিশ বসায়। সেখানে খোকনের পরিবারকে ময়না তদন্তে ডোমের ফি, লাশ পরিবহনের গাড়িভাড়া, দাফন খরচ ও অন্যান্য খরচ পরিশোধের জন্য ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সুমির পরিবারকে আইনের আশ্রয় না নিতে পরামর্শ দেওয়া হয়।

সোমবার (২৪ এপ্রিল) বিকালে এ বিষয়ে প্রতিবেদকের কথা হয় টুকু হাজীর সঙ্গে। তিনি বলেন, ‘খোকন নামে এক হিন্দু ছেলে সুমিকে রাস্তায় যৌন হয়রানি করে। আমার ধারণা, লোকলজ্জার ভয়ে মেয়েটি আত্মহত্যা করে। দুই পক্ষই গরিব, তাই সালিশ ডেকে ৭০ হাজার টাকায় সমঝোতা হয়েছিল। মেয়ের পরিবার প্রথমে টাকা নিতে চাইলেও পরে অস্বীকৃতি জানিয়েছে। তাই এখনও বিষয়টি মীমাংসা হয়নি।’

ইউপি সদস্য সোহাবান জানান, যৌন নির্যাতনের পর আত্মহত্যার ঘটনায় সালিশ করা আইনত ঠিক হয়নি। তবে এলাকায় শান্তির জন্য খোকনের পরিবারকে জরিমানা করা হয়েছে।

সুমির বাবা আবদুস সোবাহানের দাবি, মেয়েকে প্রকাশ্যে যৌন হয়রানি ও আত্মহত্যার ঘটনায় তিনি কখনও টাকা দাবি করেননি। মাতব্বররা সালিশ ডেকে জরিমানা করেছেন। কিন্তু ওই টাকা তিনি কখনও নেবেন না। তিনি তার মেয়ের যৌন হয়রানি ও আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছিল। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে মাতব্বরদের কারণে মেয়ের বাবা মামলা করতে থানায় আসতে পারেননি-এমন কথা তার জানা নেই।

 /এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না