X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় তলিয়ে গেছে শত শত বিঘা জমির আধাপাকা ধান

গাইবান্ধা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ১৬:৫৪আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৭:৫৩

গাইবান্ধায় তলিয়ে গেছে শত শত বিঘা জমির আধাপাকা ধান গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার সাদুল্যাপুর-মিরপুর পাকা সড়কের মিরপুর বাজার এলাকায় গত কয়েকদিনের বৃষ্টিতে শত শত বিঘা জমির আধাপাকা ইরি-বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, সাদুল্যাপুর-মিরপুর পাকা সড়কের মিরপুর বাজারের পূর্বে সড়কের ওপর শত বছরের একটি পুরাতন কালভার্ট রয়েছে। কালভার্টটি রসুলপুর, জামালপুর ও ফরিদপুর ইউনিয়নের বিভিন্ন নিচু ও নালা দিয়ে প্রবাহিত পানি নিষ্কাশনের মূল পথ। কিন্তু কালভার্ট ঘেঁষে দক্ষিণ পাশে মাটি ভরাট করে একটি মিল-কারখানা নির্মাণ করছেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান মণ্ডল। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের একমাত্র পথটি বন্ধ হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হঠাৎ করে জলাবদ্ধতার কারণে কয়েকদিনের বৃষ্টিতে কালভার্টের উত্তরপাশের মিরপুর, তাজপুরসহ অন্তত পাঁচ গ্রামের শত শত বিঘা জমির আধাপাকা ইরি-বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে।

এদিকে, গত ৩-৪ দিন ধরে এ অবস্থা চলতে থাকায় কৃষক ও স্থানীয় এলাকাবাসী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডলসহ স্থানীয় প্রশাসনকে দ্রুত কালভার্টের নিচ দিয়ে পানি নিষ্কাশনের পথ করে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে রবিবার (২৩ এপ্রিল) স্থানীয় ইউপি চেয়ারম্যান তার লোকজন দিয়ে কালভার্টের পূর্বে ৩ গজ দূরে পাকা সড়কের নিচ খুঁড়ে পানি নিষ্কাশনের জন্য দুটি পাইপ বসান। কিন্তু বসানো পাইপ দিয়ে একদিনের পানি না কমায় সোমবার বিকালে স্থানীয় লোকজন তাদের আধাপাকা জমির ধান বাঁচাতে পাকা সড়ক কেটে ফেলেন। এতে সড়কের ওপর দিয়ে পথচারীসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে যান চলাচলের সুবিধার্থে পানি নিষ্কাশন না করে সড়কটি চালু করা হয়।

গাইবান্ধায় তলিয়ে গেছে শত শত বিঘা জমির আধাপাকা ধান এলাকার কৃষক ইউনুছ আলী বলেন, ‘৫০ শতক জমিতে ইরি-বোরো চাষ করি। বর্তমানে ধান আধাপাকা হয়েছে। কিন্তু কালভার্টের নিচ দিয়ে পানি বের না হওয়ায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধানের জমি। দুই-তিনদিনের মধ্যে পানি বের না হলে পুরো ধানের জমি পচে নষ্ট হয়ে যাবে।’

কালাম মিয়া বলেন, ‘কালভার্টের নিচ দিয়ে এলাকার কয়েক গ্রামের নালার পানি বের হতো। কিন্তু চেয়ারম্যান প্রভাবশালী হওয়ায় কালভার্ট ঘেঁষে মাটি ভরাট ও কালভার্টের মুখ বন্ধ করে মিল-কালখানা গড়ে তোলায় পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে ধানের জমিসহ বেশ কিছু ফসলি জমি এখন পানির নিচে রয়েছে।’

আল আমিন মিয়া বলেন, ‘তিন বিঘা জমির পাকা ধান পানির নিচে। এভাবে পানির নিচে ধান তলিয়ে যাওয়ায় ঘরে ফসল তোলা নিয়ে দুঃশ্চিন্তায় আছি। দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।’

রহিমা বেগম বলেন, ‘প্রভাবশালী ব্যক্তি অপরিকল্পিতভাবে মিল-কারখানা গড়ে তোলায় শত শত বিঘা ধানের জমিতে এবার জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ফসলহানী হচ্ছে। বিষয়টি প্রশাসনকে অভিযোগ দিলেও কাজ হয়নি।’

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহ্সান হাবীব বলেন, ‘পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ার বিষয়টি শুনেছি। কালভার্টের নিচ দিয়ে পানি নিষ্কাশন না হওয়ার বৃষ্টির পানিতে আবাদি জমি তলিয়ে গেছে। তবে কালভার্টটি সড়ক ও জনপদের হওয়ায় বিষয়টি তাদের দেখার জন্য বলা হয়েছে। কিভাবে পানি নিষ্কাশন করা যায় তা সড়ক ও জনপদ বিভাগ দেখবে।’

তবে এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আজম মণ্ডল নিরব বলেন, ‘কালভার্টের মুখ বন্ধ করে অপরিকল্পিতভাবে মিল-কারখানা নির্মাণ করায় শত শত বিঘা জমির ধান পানির নিচে তলিয়ে আছে। এ অবস্থা চলতে থাকলে কৃষকের অপূরনীয় ক্ষতি হবে।’ বিকল্প পথে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি
উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি