X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘রেলে আগে বরাদ্দ থাকতো পাঁচশ কোটি, এখন সাড়ে ১১ হাজার কোটি’

খুলনা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ১৯:৫২আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৯:৫২

আগে দেশের রেলপথ উন্নয়নে বাজেটে বরাদ্দ থাকত ৫০০ কোটি টাকা, আর বর্তমান সরকার তা বাড়িয়ে সাড়ে ১১ হাজার কোটি টাকায় উন্নীত করেছেন, বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। খুলনায় মঙ্গলবার বিকালে খুলনা-রাজশাহী রেল রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন সাগরদাঁড়ি এক্সপ্রেস নতুন বগি সংযোজন ও চলাচল শুরুর উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

বক্তব্য রাখছেন রেলমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার অর্থ বরাদ্দের মাধ্যমে রেলকে উন্নয়নের ধারায় ফিরিয়েছেন। রেল ও রেল বিভাগের উন্নয়ন করছেন। আর খালেদা জিয়া হটকারী রাজনীতির মাধ্যমে আগুন জ্বালিয়ে রেলকে ধ্বংস করছে।’

রেলমন্ত্রী বলেন, ‘আগামী নভেম্বরে খুলনার আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করা হবে। ইতোমধ্যেই এ স্টেশনের ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। খুলনা-মংলা রেললাইনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। খুলনার রূপসায় রেল সেতু নির্মিত হচ্ছে। খুলনা দর্শনা রেলপথ ডাবল লাইন দ্রুত সময়ের মধ্যে করা হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানসহ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন। স্বাগত বক্তৃতা করেন রেলওয়ে পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার মো. খায়রুল আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর।

অনুষ্ঠান শেষে রেলপথমন্ত্রী নতুন কোচ ঘুরে দেখেন ও যাত্রীদের হাতে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সবশেষে রেলপথমন্ত্রী সবুজ পতাকা উড়িয়ে ট্রেনটি চালুর সংকেত দেন। উদ্বোধনের পর ট্রেনটি ৩টায় রাজশাহীর উদ্দেশে খুলনা ত্যাগ করে। এছাড়া আজ রাত ৯টা ১৫ মিনিটে সীমান্ত এক্সপ্রেস ও বুধবার সকাল সোয়া ৭টায় রূপসা এক্সপ্রেসটিও নতুন বগিতে চলাচল শুরু করবে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক