X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বেসরকারি চা প্রক্রিয়াজাতকরণ কারখানার উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ২০:২১আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২০:২১

বক্তব্য রাখছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শাফিনুল ইসলাম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের শাহবাজপুরে চালু হলো গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি বেসরকারি চা প্রক্রিয়াজাতকরণ কারখানা। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে এর উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শাফিনুল ইসলাম এনডিসি, সাবেক সচিব এএম আব্দুল জব্বার, এডিসি জেনারেল জহুরুল ইসলাম, বিবিএলটিএফএ’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন, ক্ষুদ্র চা চাষি আশুতোষ বসাক, রাজু প্রমুখ।

গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরু। তিনি বলেন, ‘এই অঞ্চলের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বদলে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আশেপাশে অনেক চাষি চা চাষ করছেন। কিন্তু সেই চা পাতার সঠিক মূল্য তারা পান না। আশা করছি কারখানার সুবাদে সেই সমস্যার সমাধান হবে। এই চা কারখানা নিয়ে আমাদের আরও অনেক পরিকল্পনা রয়েছে।’

জানা গেছে, দৈনিক ১০ হাজার কেজি এবং বাৎসরিক ২২ লাখ কেজি চা উৎপাদন করবে গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রি। ফলে চা কারখানাটিকে ঘিরে কর্মসংস্থানসহ ঠাকুরগাঁও তথা উত্তরবঙ্গের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে বালিয়াডাঙ্গী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী উঁচু জমিতে চা বাগান করেছেন শিল্পোদ্যোক্তা ফয়জুল ইসলাম হিরু। এছাড়া স্থানীয় সংসদ সদস্য দবিরুল ইসলামের রয়েছে রনবাগ ইসলাম টি এস্টেট। এলাকায় চা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখে অনেক ক্ষুদ্র চাষিরাও আগ্রহী হয়ে উঠছেন।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া