X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে বেসরকারি চা প্রক্রিয়াজাতকরণ কারখানার উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ২০:২১আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২০:২১

বক্তব্য রাখছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শাফিনুল ইসলাম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের শাহবাজপুরে চালু হলো গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি বেসরকারি চা প্রক্রিয়াজাতকরণ কারখানা। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে এর উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শাফিনুল ইসলাম এনডিসি, সাবেক সচিব এএম আব্দুল জব্বার, এডিসি জেনারেল জহুরুল ইসলাম, বিবিএলটিএফএ’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন, ক্ষুদ্র চা চাষি আশুতোষ বসাক, রাজু প্রমুখ।

গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরু। তিনি বলেন, ‘এই অঞ্চলের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বদলে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আশেপাশে অনেক চাষি চা চাষ করছেন। কিন্তু সেই চা পাতার সঠিক মূল্য তারা পান না। আশা করছি কারখানার সুবাদে সেই সমস্যার সমাধান হবে। এই চা কারখানা নিয়ে আমাদের আরও অনেক পরিকল্পনা রয়েছে।’

জানা গেছে, দৈনিক ১০ হাজার কেজি এবং বাৎসরিক ২২ লাখ কেজি চা উৎপাদন করবে গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রি। ফলে চা কারখানাটিকে ঘিরে কর্মসংস্থানসহ ঠাকুরগাঁও তথা উত্তরবঙ্গের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে বালিয়াডাঙ্গী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী উঁচু জমিতে চা বাগান করেছেন শিল্পোদ্যোক্তা ফয়জুল ইসলাম হিরু। এছাড়া স্থানীয় সংসদ সদস্য দবিরুল ইসলামের রয়েছে রনবাগ ইসলাম টি এস্টেট। এলাকায় চা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখে অনেক ক্ষুদ্র চাষিরাও আগ্রহী হয়ে উঠছেন।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার