X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রেলমন্ত্রীর উন্নয়নের বক্তব্যের মাঝে ‘বিদ্যুৎ বিভ্রাট’

খুলনা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ২১:২৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২১:২৫

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর বক্তব্য রাখছিলেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। তার এই উন্নয়নের বক্তব্যে বাধা হয়ে দাঁড়ায় বিদ্যুৎ। লোডশেডিং এর কবলে পড়ে এসময় রেলপথমন্ত্রীকে তিন মিনিট বক্তব্য বন্ধ রাখতে হয়।
বক্তব্য রাখছেন রেলপথ মন্ত্রী খুলনায় মঙ্গলবার বিকালে খুলনা-রাজশাহী রেল রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন সাগরদাঁড়ি এক্সপ্রেসের নতুন বগি সংযোজন ও চলাচল শুরুর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রেলমন্ত্রীর বক্তব্য চলাকালে বিকাল পৌনে তিনটায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। পরে অবশ্য তিন মিনিটের ব্যবধানে বিদ্যুৎ ফিরে আসে। তখন মন্ত্রী পুনরায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।
রেলমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদ আরও একবছর ৯ মাস রয়েছে। আর সরকারের গৃহীত অনেক প্রকল্পই বাস্তবায়নাধীন। অবশিষ্ট সময়ের মধ্যে এ কাজগুলো শতভাগ সম্পন্ন করা হবে। প্রকল্পগুলো সম্পন্ন হলে দেশে যুগান্তরকারী উন্নয়ন দৃশ্যমান হবে। রেল বিভাগ হবে সে উন্নয়নের সেরা অংশীদার।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানসহ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন রেলওয়ে পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার মো. খায়রুল আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর।
অনুষ্ঠান শেষে রেলপথমন্ত্রী নতুন কোচ ঘুরে দেখেন ও যাত্রীদের হাতে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সবশেষে রেলপথমন্ত্রী সবুজ পতাকা উড়িয়ে ট্রেনটি চালুর সংকেত দেন। উদ্বোধনের পর বিকাল তিনটায় ট্রেনটি রাজশাহীর উদ্দেশে খুলনা ত্যাগ করে। এছাড়া আজ রাত ৯টা ১৫ মিনিটে সীমান্ত এক্সপ্রেস ও বুধবার সকাল সোয়া সাতটায় রূপসা এক্সপ্রেসটিও নতুন বগিতে চলাচল শুরু করবে।
/এমও/এপিএইচ/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী