X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে শিলা বৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ১৭:৪০আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৭:৪০

কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনাখাড়া ও ধামাইনগর ইউনিয়নে মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড় ও শিলার আঘাতে কমপক্ষে ১২টি গ্রামের প্রায় পাঁচশ হেক্টর জমির আধাপাকা ও পাকা উঠতি ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া  পাঁচ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী ও কৃষি অফিস থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রনয়ন করা হলেও বুধবার বিকাল পর্যন্ত কাউকে কোনও সাহায্য, সহযোগিতা করা হয়নি।

সোনাখাড়া ইউনিয়নে শিলাবৃষ্টির আঘাতে প্রায় ৫০টি বাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের অনেকেই এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হক মণ্ডল জানান, এক সপ্তাহের মধ্যেই ধান কাটা ও মাড়াই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ শিলা বৃষ্টিতে কৃষকরা সর্বশান্ত। প্রায় ৫০০ হেক্টর জমির ইরি ও বোরো ধান পানিতে তলিয়ে গেছে। ৬০ ভাগ ফসল এখনও ভালো থাকলেও প্রাকৃতিক বিপর্যয় ও আবহাওয়া অনুকূল না থাকার কারণে প্রান্তিক কৃষকদের কাছে চলতি বোরো মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সিরাজগঞ্জে শিলা বৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আকতার জানান, উপজেলার সোনাখাড়া ইউনিয়নের সোনাখাড়া, রূপাখাড়া, শ্রীরামপুর, নিমগাছি, খৈচালা, কালিয়া, ধলজান, ভুইভট ও ধামাইনগর ইউনিয়নের বাকাই ও দেওভোগসহ আশেপাশের ১২টি গ্রামে মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হয়। স্থানীয়দের বরাদ দিয়ে তিনি জানান, এ ধরনের শিলার আঘাত গত ৫০ বছরেও হয়নি। এলাকায় বেশ মানবিক বিপর্যয় ঘটেছে। আমি নিজেও সরেজমিনে গিয়ে দেখেছি, উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অর্ধশত ঘরের চাল ঝাঁঝড়াও হয়ে গেছে। জেলা প্রশাসকের নির্দেশে কৃষি বিভাগের সহযোগিতায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রনয়ন করা হচ্ছে। সাহায্যের জন্য কৃষি বা দুর্যোগ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। আপাতত কিছু করার নেই।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুল হাসান জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে জরুরি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বুধবার বিকাল বলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিস থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রনয়ন করে পাঠানোর পর টিন, চাল ও ক্ষয়রাতি অর্থ বা চাল দেওয়া হবে। জেলা প্রশাসকের ভান্ডারে সাহায্য থাকলেও সংশ্লিষ্ট উপজেলা থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা এখনও আমরা হাতে পাইনি।

/বিএল/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!