X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

`সব তলিয়ে গেছে, এখন আর রোদ উঠে লাভ কী?'

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৭, ১০:২৪আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১০:৩৫

`সব তলিয়ে গেছে, এখন আর রোদ উঠে লাভ কী?' কয়েকদিনের টানা বৃষ্টিতে সব ধান পানিতে তলিয়ে গেছে। এখন রোদ উঠেছে ঠিকই কিন্তু লাভ কী, সব ধান পচে গেছে। এখন ধান নয়, নাড়া শুকাচ্ছি। হাওর থেকে কেটে আনা পচা ধানগুলো রোদে ছড়াতে গিয়ে কথাগুলো বলছিলেন পাকশিমুল হাওর অঞ্চলের আমেনা বেগম ও ফুলবানু। শুধু আমেনা ও ফুলবানুরাই নয় তাদের মতো এমন আক্ষেপ বইশ্বর, লোপাড়া, কালিশিমুল এলাকার কৃষকদের।


শাপলা হাওরে আধাপাকা পচা ধান কেটে নিয়ে আসা আরব আলী,মুরজান মিয়া, আলফু মিয়া ও ইজ্জত আলী জানান, সব শেষ হয়ে গেছে। এবারের মতো পানি গত ৩০ বছরে দেখিনি। এখন কৃষি অফিসের কেউ আমাদের খবর নেয় না। হাওরে তাদের ছায়াও দেখিনি।
তারা আরও জানান, ধানগুলোর ভেতরে চাল নাই। শুধু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ধানগুলো কেটে এনেছি।
চলতি বছরের বৈশাখ শুরুতে অতি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শুরুতে ২০০ হেক্টর জমির ফসল তলিয়ে যায়।পরে অব্যাহত ভারী বর্ষণের কারণে মঙ্গলবার (২৫ এপ্রিল) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার প্রায় ১ হাজার ৮৪০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে যায়। বুধবার (২৬ এপ্রিল) বিকালে সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার নাসিরনগর, সরাইল, বিজয়নগর, নবীনগর, বাঞ্ছারামপুর উপজেলার অন্তত ৫ হাজার ৪৫০ হেক্টর বোরো ফসলি জমি তলিয়ে গেছে। `সব তলিয়ে গেছে, এখন আর রোদ উঠে লাভ কী?'
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু নাছের বলেন, ‘পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ৫ হাজার ৪৫০ হেক্টর বোরো ফসলি জমি তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক পরিসংখ্যান তৈরি না হলেও এখানকার অন্তত ২০ হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।’

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু নাছের আরও বলেন, ‘ বুধবার বিকালে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান,পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নাসিরনগর হাওর অঞ্চল পরিদর্শন করেছেন। এসময় তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন।’
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া