X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজার নারী চা শ্রমিকদের তৃতীয় দিনের কর্মবিরতি চলছে

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৭, ১৬:০৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৬:১৪

মৌলভীবাজার নারী চা শ্রমিকদের তৃতীয় দিনের কর্মবিরতি চলছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চারটি চা বাগানে বিভিন্ন দাবিতে মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে নারী শ্রমিকদের ডাকা কর্মবিরতি তৃতীয় দিনের মতো চলছে। চাতলাপুর, ফাঁড়ি পালকিছড়া, তিলকপুর, চুয়াল্লিশ পাট্রার চা বাগানের মোট এক হাজার নারী শ্রমিক এ কর্মবিরতি পালন করছেন।

এ ব্যাপারে নারী শ্রমিক কমলা রানী মৃধা, বাসন্তী বাউরী ও ঝরনা বাউরী বলেন, আমরা অনেকদিন ধরে ব্যবস্থাপকের কাছে আমাদের এ দাবিগুলো জানিয়ে আসছি। গত শনিবার (২২ এপ্রিল) আমরা ব্যবস্থাপক বরাবর লিখিত আবেদন করেছি। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও গুরুত্ব না দেওয়ায় আমারা গত মঙ্গলবার সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করছি।

মঙ্গলবার বিকেলে বাগান কর্তৃপক্ষের সঙ্গে বাগান পঞ্চায়েতের বৈঠক হলেও কোনও সমাধান হয়নি উল্লেখ করে কয়েকজন চা শ্রমিক জানান, মজুরি বৃদ্ধিসহ ঘর মেরামত, কীটনাশক ছিটানো শ্রমিকদের যড়ঞ্জামাদি দেওয়া, উন্নত চিকিৎসা ব্যবস্থা, চা বাগানের বিভিন্ন সেকশন ও টিলাভূমিতে কাজ চলাকালীন সময় শ্রমিকদের খাবার পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখা, পাহাড়ি অঞ্চলে কাজ করতে গেলে বন্যপ্রাণির আক্রমণ থেকে রক্ষার জন্য নিরাপত্তার ব্যাবস্থাসহ চা গাছে বিষাক্ত পোকার আক্রমনে গুরুতর আহত হলে দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত দাবি জানিয়েছেন। এছাড়া কর্মবিরতি পালনের কারণে তাদের গত সপ্তাহে কাজের তলব (পেমেন্ট) দেওয়া হয়নি বলে তারা জানান।

এদিকে চা বাগানের ব্যবস্থাপক ইফতেখার এনাম নিরাপত্তাহীনতার অভিযোগ করে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কুলাউড়া থানার ওসি মো. শামসুদোহা (পিপিএম) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন,  চা বাগানের ব্যবস্থাপক একটি অভিযোগ পত্র দিয়েছেন সেটি খতিয়ে দেখা হচ্ছে।

চাতলাপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি মাখন বাউরী বলেন, তিন দফা দাবি নিয়ে ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করলেও ব্যবস্থাপক মজুরি বাড়াতে রাজি হননি। তাছাড়া বুধবার পেমেন্ট দিলে বৃহস্পতিবার থেকেই শ্রমিকরা কাজে যোগ দিবে জানালেও ব্যবস্থাপক কোনও ব্যাবস্থা নেননি। ফলে বৃহস্পতিবারও তৃতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সদস্য সীতারাম বীন জানান, লাগাতার কর্মবিরতি চলবে। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্বারকলিপি দিয়েছি।

এ ব্যাপারে চাতলাপুর চা বাগান ব্যবস্থাপক ইফতেখার এনাম এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

চা বাগান সূত্রে জানা গেছে, চারটি বাগানে শ্রমিকের সংখ্যা ১ হাজার ৬৯৫ জন। বাগানের নারী শ্রমিকদের একটি অংশ প্রতিদিন ১৮ কেজি করে চায়ের কুঁড়ি উত্তোলন করেন। অপর অংশ ১৬ কেজি করে উত্তোলন করেন। সে হিসাবে প্রতি সপ্তাহে তারা ৮৫ টাকা মজুরি পান। অতিরিক্ত পরিমাণ কুঁড়ি উত্তোলন করলে বাগান কর্তৃপক্ষ কেজি প্রতি দুই টাকা করে দেয়। শ্রমিকেরা তা পাঁচ টাকায় নির্ধারণ করতে দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন। কিন্তু বাগান কর্তৃপক্ষ তা মানছে না। এছাড়া কাজের জন্য বাগান কর্তৃপক্ষ প্রয়োজনীয় ছাতা, কুঁড়ি রাখার জন্য ঝুড়ি ও গামছা দেয় না। এসব দাবিতে চারটি বাগানের ১০০০ নারী শ্রমিক মঙ্গলবার সকাল ৮টার দিকে চাতলাপুর বাগানের কারখানার ফটকের সামনে জড়ো হয়ে কর্মবিরতি শুরু করেন।

 /জেবি/

আরও পড়তে পারেন: আবু মরে গেলেও আমরা তাকে নিতে যাবো না: মা

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!