X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নারীকে অনগ্রসর রাখলে দেশে উন্নয়ন হবে না: কৃষিমন্ত্রী

শেরপুর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৭, ১৭:৫৯আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৮:৩১

নারীকে অনগ্রসর রাখলে দেশে উন্নয়ন হবে না:  কৃষিমন্ত্রী

নারী পুরুষ সমানভাবে না এগুলে দেশের উন্নয়ন হবে না মন্তব্য করে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা নারীকে যদি অনগ্রসর করে রাখি তাহলে দেশ এগুবে না। আওয়ামী লীগই প্রথম জনগণের সরাসরি ভোটে মহিলা মেম্বার নির্বাচনের ব্যবস্থা করেছে। নারীরা এখন দেশ পরিচালনায় বিভিন্ন স্তরে কাজ করছেন। নির্বাচন করার জন্য আওয়ামী লীগ যেভাবে নারীদের মনোনয়নের টিকিট দেয় অন্য কোনও দল তা দেন না।’ কৃষিমন্ত্রী  বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মজীবী মহিলাদের একটি ট্রেনিং সেন্টারে ঊর্ধ্বমুখী ভবন সম্প্রাসরণ উদ্ভোধন ও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 কৃষিমন্ত্রী বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। মা-বাবা জন্মদাতা হলেও মানুষ মারার অধিকার একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নেই।’

 এসময় মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক শাহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক আইনুল কবীর প্রমুখ।

এছাড়াও শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথি মেহের আফরোজ চুমকী বলেন,‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রী নানামুখী কর্মসূচি হাতে নিয়েছেন। সরকার মহিলাদের প্রশিক্ষণের জন্য ২৫০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। এখন দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭১ বছর হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় সরকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

তিনি আরও বলেন,‌ ‘ এই কর্মজীবী মহিলা হোস্টেলে এখন প্রতি ব্যাচে ৫০ জন করে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। আগামীতে তা আরও বাড়ানো হবে।’

 /জেবি/

আরও পড়তে পারেন: মৌলভীবাজার নারী চা শ্রমিকদের তৃতীয় দিনের কর্মবিরতি চলছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!