X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিজের বাল্যবিয়ে আটকে দিলো কিশোরী

ঝিনাইদহ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৭, ০১:৩২আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ০১:৩৯
image

প্রশাসনের সহায়তায় বাল্যবিয়ে আটকে দিয়েছে রত্না ‘স্যার, আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার বিয়ের বয়স হয়নি। আমি আরও লেখাপড়া করতে চাই। কিন্তু আমার পরিবারের লোকজন জোর করে আমাকে বিয়ে দিচ্ছে। আমি বিয়ে করতে চাই না। আমার বিয়েটি আপনি বন্ধ করুন।’ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাদেকুর রহমানের কাছে এভাবেই কথাগুলো ফোনে বলেছিল রত্না খাতুন (১৬) নামের এক কিশোরী। আর তার ওই সাহসী পদক্ষেপের পর প্রশাসনের সক্রিয়তায় বাল্যবিয়েটি বন্ধ করা সম্ভব হয়।   

উপজেলার আড়পাড়া গ্রামের অধিবাসী রত্নার বিয়ে ঠিক করে ফেলেছিলেন তার বাবা বাক্কু মিয়া। কিন্তু রত্না আরও লেখাপড়া করতে চায়। তাই যে কোনোভাবেই হোক, বিয়ে ঠেকানোর চেষ্টা চালায় সে। সাহায্যের প্রত্যাশায় বুধবার (২৬ এপ্রিল) বিকালে রত্না ইউএনও ছাদেকুর রহমানকে ফোন করে।

প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কালীগঞ্জ থানার সহকারি কর্মকর্তা (এসআই) নিরব হোসেনের সঙ্গে উপস্থিত হন রত্নার বাড়িতে। তারা রত্নার পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধের ব্যবস্থা করেন।

এ প্রসঙ্গে ছাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়েটি বিকালে তার বিয়ে বন্ধ করার জন্য আমাকে ফোন করে। এরপর বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমি মেয়েটির বাড়িতে যাই। পরিবারের লোকজনকে বুঝিয়ে তার বিয়ে বন্ধ করি। মেয়েটি লেখাপাড়া করতে চায়। সমাজের অন্য মেয়েরা যদি এভাবে বাল্যবিয়ের বিরুদ্ধে এগিয়ে আসে, তাহলে একদিন এ উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত করা সম্ভব হবে।’

/এসএমএ/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না