X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হাকালুকি হাওরের ফসল রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে কৃষকদের স্মারকলিপি

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৭, ০৭:৫২আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ০৭:৫৯
image

তলিয়ে গেছে ধান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের হাকালুকি হাওরের বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগাম ফসল রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি প্রদান করেছে কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতি।

২৪ এপ্রিল (সোমবার) দুপুরে হাওরের ফসল রক্ষাসহ বিভিন্ন দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী গোলাম রাব্বির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে কুলাউড়া কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতি। 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, হাকালুকি হাওরের আয়তন প্রায় ২৮ হাজার হেক্টর। এটি দেশের বৃহত্তম হাওর। কুলাউড়া, জুড়ী ও বড়লেখা ছাড়াও সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার কিছু এলাকায় হাওরটি বিস্তৃত।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, এ বছর মার্চ মাসের শেষ দিকে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শুধু হাকালুকি হাওরের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলা অংশের প্রায় ৯৫ কোটি টাকার কাঁচা ও আধা পাকা বোরো ধানের ক্ষতি হয়। এতে ক্ষতিগ্রস্ত হন ২৬ হাজার কৃষক। এর আগে ২০১০ সালের এপ্রিল মাসের দিকে একইভাবে আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরের বোরো ধান তলিয়ে গিয়েছিল। তখন হাওরের বিভিন্ন এলাকা প্রায় ছয় মাস জলাবদ্ধ ছিল। কিন্তু হাওরের ফসল রক্ষায় কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতি কুলাউড়া উপজেলা কমিটির দেওয়া স্মারকলিপিতে হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা, ফসল রক্ষায় পলিতে ভরাট হয়ে পড়া নদ-নদী ও খাল পুনঃখনন, বেড়িবাঁধ নির্মাণ এবং হাওরের বিল (জলমহাল) ইজারাপ্রথা বাতিলসহ ১০ দফা দাবি জানানো হয়।

ক্ষেতমজুর সমিতির কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি সৈয়দ মোশারফ আলী বলেন, ‘হাকালুকি হাওরে কোটি কোটি টাকার বোরো ধান উৎপাদিত হয়। আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরের ফসল নষ্ট হয়। কৃষকদের সর্বনাশ ঘটে। অথচ এ হাওরের বোরো ধানসহ অন্যান্য ফসল রক্ষায় সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। হাওরপারের মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে আমরা প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি জানিয়েছি।’

মৌলভীবাজারের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান বলেন, হাওরে জমে থাকা পানি দ্রুত সরানোর জন্য বেড়িবাঁধ নির্মাণ করা যায় কি না, সে ব্যাপারে পাউবোর কর্মকর্তাদের তারা পরামর্শ দিয়েছেন।

এ প্রসঙ্গে পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী  বলেন, হাকালুকি হাওরের ফসল রক্ষার ব্যাপারে তাদের কোনও কার্যক্রম নেই। তবে এবার হাওরের ফসলহানির পর ফসল রক্ষার ব্যাপারে তারা সম্প্রতি মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে একটি লিখিত পরিকল্পনা জমা দিয়েছেন।

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়