X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খুলনায় পুলিশের গুলিতে আহত সন্ত্রাসীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৭, ০১:২৭আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ০১:২৯

খুলনা খুলনা মহানগরীর শিল্প ব্যাংক ভবনের পেছনে পুলিশ ও সন্ত্রাসী মধ্যে গোলাগুলি ঘটনায় গুলিবিদ্ধ আব্দুর রহিম (২৯) মারা গেছে। শুক্রবার বিকেল ৩ টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত আব্দুর রহিম নগরীর ৫ নম্বর মাছ ঘাট এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ২টি ডাকাতি, ১টি অস্ত্র ও ২টি হত্যা প্রচেষ্টা মামলা রয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি  জানান, সকালে গুলিবিদ্ধ সন্ত্রাসী আব্দুর রহিমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পথে বিকাল ৩টার দিকে সে মারা যায়।

পুলিশ জানায়, আব্দুর রহিমকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তার কাছে অবৈধ অস্ত্র আছে বলে স্বীকার করে। এরপর শুক্রবার ভোরে মহানগরীর নিউ মার্কেট সংলগ্ন শিল্প ব্যাংকের পেছন এলাকায় তাকে নিয়ে অভিযান চালানো হয। এ সময় ৪ রাউন্ড গুলি, একটি রামদা ও ১টি চাপাতি উদ্ধার হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ আব্দুর রহিমকে নিয়ে আসার সময় তার সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা জবাবে গুলি ছোঁড়ে। এক পর্যায়ে সন্ত্রাসী আব্দুর রহিম পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। এসময় আব্দুর রহিম দুই পায়ে বিদ্ধ হন।

ওসি আরও জানান, এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন,  এসআই টিপু সুলতান, এএসআই জয়দেব কুমার ও কনস্টেবল মাহাবুবুর রহমান।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ