X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মিথ্যা মামলা দিয়ে পুলিশ বললো, ‘সরি, কোর্টে বলে দিবো’

গাজীপুর প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৭, ১৫:২১আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১৬:২৭

মিথ্যা মামলা গাজীপুরের শ্রীপুর পৌর শহরের ২নং সিএন্ডবি এলাকা থেকে এক কাপড় ব্যবসায়ীকে মাদকের মিথ্যা অজুহাতে আটকের পর পুলিশ মামলা দিয়েছে, বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠায় পুলিশের ওই উপ পরিদর্শক (এসআই) বলেছেন, ‘সরি, কোর্টে যতটুকু বলা দরকার আমি বলে দিব।’
ওই কাপড় ব্যবসায়ীর নাম শহীদুল ইসলাম (৩০)। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বড়পান্তা গ্রামের শমসের আলীর ছেলে। ব্যবসায়ীকে আটকের পর ছেড়ে দেওয়ার শর্তে স্থানীয় তিন ব্যক্তির কাছ থেকেও সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়।
জানা যায়, গাঁজা রাখার অভিযোগে এক ব্যবসায়ীর নামে শুক্রবার শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। যাদের কাছ থেকে ছেড়ে দেওয়ার শর্তে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয় দুপুরে তারা জানতে পারেন মামলায় তাদের সাক্ষী হিসেবে দেখানো হয়েছে। এরপরই সাজানো মামলার ঘটনার বিষয়টি জানাজানি হয়।
শহীদুলের স্ত্রী রোজিনা আক্তার জানান, তার স্বামী সিএন্ডবি বাজারের এক দোকান থেকে প্রতিদিন কাপড় নিয়ে ফেরী করে কাপড় বিক্রি করেন। স্ত্রী, দুই কন্যা, এক ছেলে নিয়ে কোনরকমে তারা জীবিকা নির্বাহ করেন। গাঁজা বিক্রি তো দূরের কথা ১২ বছরের সংসার জীবনে তাকে কোনওদিন গাঁজা খেতেও দেখেননি তিনি।

সিএন্ডবি বাজারের কাপড় ব্যবসায়ী টোকন বেপারী জানান, প্রতিদিনের মতো শহীদুল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রাম থেকে ফিরে টাকার হিসাব দিচ্ছিল। এসময় শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক দোকানে এসে কোনকিছু না বলেই শহীদুলের শরীর তল্লাশি শুরু করেন। এসময় তার কাছে কিছু না পেয়ে তাকে সঙ্গে নিয়ে চলে যান। পরে এসআই দোকানে এসে বলেন, ‘তার সঙ্গে গাঁজা পাওয়া গেছে।’

সিএন্ডবি বাজারের অপর কাপড় ব্যবসায়ী বেলাল মিয়া বলেন, ‘শহীদুলের দেহ তল্লাশির সময় তার কাছ থেকে কিছুই পায়নি পুলিশ। শুক্রবার শুনি তার নামে মাদক মামলা দেওয়া হয়েছে।’

পুলিশের কাছে সাদা কাগজে স্বাক্ষর দেওয়া চন্নাপাড়া গ্রামের বাছির উদ্দিন ও ফারুক আহমেদ বলেন, ‘শহীদুলকে আটকের পর ছেড়ে দেওয়ার কথা বলে ওই এসআই আমাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়। শুক্রবার শুনি আমাদেরকে সাক্ষী বানিয়ে তার বিরুদ্ধে গাঁজা বিক্রি ও রাখার অভিযোগে মাদক মামলা দিয়েছে।’

এ ব্যাপারে অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, ‘সরি, কোর্টে যতটুকু বলার দরকার আমি বলে দিব। আমি আসতেছি।’ কেন এমন ঘটনা ঘটলো সে প্রশ্ন করা হলে, তিনি এর কোনও জবাব দেননি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!